×
বিনোদন

ছোট পোশাকে টাইগার শ্রফের কোলে বসতে গিয়ে oops moment-এর শিকার শ্রদ্ধা কাপুর

Advertisements
Advertisements

টিভি পর্দার পাশাপাশি ব্যক্তিগত জীবনে তারকাদের নিয়ে আলোচনা করতে বরাবরই আগ্রহী থাকে আর দর্শকেরা। তাদের ব্যক্তিগত জীবন কেমন, কিভাবে তারা দিনযাপন করে, এছাড়া তাদের রূপের রহস্য সকলেরই জানার ইচ্ছা থেকেই থাকে। কেউ কেউ মাঝে মাঝে তাদের ব্যক্তিগত জীবনে তুলে ধরে দর্শকদের উদ্দেশ্যে।

Advertisements

ঠিক এরকমই টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ‘শ্রদ্ধা কাপুর’ (Shradha kapoor), যে জনপ্রিয় অভিনেতা শক্তি কাপুরের মেয়ে। তার ব্যক্তিগত জীবন নিয়ে নানান সময়ে নানান মন্তব্য উঠে আসে। তবে একাধিক ভালো সিনেমার মাধ্যমে ইতিমধ্যেই দর্শক মনে আলাদাই জায়গা করে নিয়েছেন তিনি। এছাড়া তার মারকাটারি ফিগার থেকে শুরু করে, ক্লিন বোল্ড লুক, সবকিছুই দর্শকদের বরাবরই আকৃষ্ট করে।

এবার সোশ্যাল মিডিয়ায় চরম ট্রোলের শিকার হলেন অভিনেত্রী। টাইগার শ্রফের (Tiger shroff) কোলে বসতে গিয়ে এক জঘন্য মুহূর্তের স্বীকার হলেন তিনি। স্বাভাবিকভাবেই সেটিই ভাইরাল হয়ে উঠেছে নেট দুনিয়ার পাতায়।

কিছু বছর আগেই শ্রদ্ধা কাপুর এবং টাইগার শ্রফের একটি সিনেমা মুক্তি পেয়েছিল আর সেই ছবিরই প্রমোশনের কাজে একসাথে মঞ্চে উপস্থিত হয়েছিলেন তারা দুজনে। সেখানে শ্রদ্ধা একটি অতিরিক্ত ছোট পোশাক পরেছিলেন, যার ফলে যখন তাকে টাইগার শ্রফের কোলে বসতে হয়েছিল সেই পোশাকটি রীতিমতো উঠে গেছিল। এর ফলে মঞ্চে সেই সময় একটি ওপস মুহূর্তের শিকার হয়েছিলেন অভিনেত্রী শ্রদ্ধা কাপুর।

Advertisements