Shilpa Shetty: এমন ভাবে শাড়ি পরে সমালোচনার মুখে শিল্পা

৯০এর দশকের মাঝামাঝিতে হিন্দি চলচ্চিত্র জগতের সফল অভিনেত্রীদের মধ্যে অন্যতম ‘শিল্পা শেঠী’(Shilpa Shetty))। তাঁর লুক থেকে শুরু করে মারকাটারি ফিগার সবকিছু দিয়েই মন জয় করেছিলেন পুরুষদের। তার সাথে অভিনয় নিয়ে নতুন করে বলার কিছু নেই। তবে সম্প্রতি তাঁকে আর সেই ভাবে দেখা যায় না সিনেমার পর্দায়।
বিনোদনের জগতে অ্যাক্টিভ না হলেও সোশ্যাল মিডিয়ার পাতায় যে সদাবিরাজমান, সেটা তাঁর প্রোফাইল দেখলেই স্পষ্ট হয়ে যায়। সোশ্যাল মিডিয়ার পাশাপাশি নিজের শরীর নিয়েও বরাবরই কনসার্ন অভিনেত্রী। তাই এই বয়সেও নিজের শরীরের বাঁধন ধরে রেখেছেন। তার পেছনে অবশ্য রয়েছে কড়া অধ্যবসায়। শরীর চর্চা থেকে শুরু করে জিম যোগা ব্যায়াম সব কিছুতেই অভ্যস্ত অভিনেত্রী। আর ঠিক সেই কারণেই বয়সের ছাপ এখনও তাঁকে কাবু করতে পারেনি।
শুধু কি তাই! তাঁর স্টাইল নিয়েও কোনো কথা হবে না। এখনও তাঁর প্রেমে হাবুডুবু খায় অনেকেই। সম্প্রতি কিয়ারা আডবাণী আর সিদ্ধার্থ মালহোত্রার বৌভাতে তিনি নজর কেড়েছিলেন সকলের। আর এবার গত ২৫শে ফেব্রুয়ারি মুবাইয়ের একটি অনুষ্ঠানে তাঁর পোশাক এই বসন্তের হালকা শীতের রীতিমতো উষ্ণ করে তুলেছে সকলকে।
View this post on Instagram
Insurance coverage provided by UnitedHealthcare Insurance dítě hvězdy or its affiliates Payer Initiated Reductions. PR. Patient Responsibility. Reason. Code.
এদিন তাঁর পরনে ছিল সাদা শাড়ি আর ভারি এমব্রয়ডারি করা বিকিনি ব্লাউস। যাতে উন্মুক্ত ছিল বক্ষ বিভাজিকা। আর যা দেখে এবার নেটিজেনদের রোষের মুখে পড়েছেন অভিনেত্রী। অনেকেই তাঁকে বলেছেন কার্টুন, আবার কেউ কমেন্ট করে লিখেছেন তিনি হলেন উরফি যাদবের বয়স্ক ভার্সন।