বেডরুমে বাবা শাহরুখ এবং মা গৌরীকে এই অবস্থা দেখে ফেলে তাদের মেয়ে! পায়ের নিচের মাটি সরে গিয়েছিল সুহানার

বলিউডের (Bollywood) বাদশা শাহরুখ খান (Shahrukh Khan)। ৯০ দশক থেকে শুরু করে, একের পর এক ‘হিট সিনেমা’ সে উপহার দিয়েছে ভক্তগণদের। এখন অবশ্য কমই তার দেখা মেলে টিভির পর্দায়! সম্প্রতি, তার পরবর্তী সিনেমা ‘পাঠান’-এর (pathan) ‘ফার্স্ট লুক’ সামনে এসেছে। ‘দীপিকা পাডুকোন’-এর (Deepika padukone) সাথে জুটি চলেছে ‘শাহরুখ খান’ তার পরবর্তী সিনেমা ‘পাঠান’-এ। তবে টিভির পর্দায় কম দেখা গেলেও, মেয়ে সুহানার (Suhana khan) সোশ্যাল মিডিয়ার একাউন্টে অনেক সময়ই ধরা দেয় শাহরুখ খান। শাহরুখ ও তার কন্যা সুহানার , এরকমই এক ‘পুরনো ভিডিও’ বহুল চর্চিত হয় সোশ্যাল মিডিয়ায়। যা দেখে নেটিজেনরা বেশ আগ্রহ প্রকাশ করে এবং মুহূর্তেই সেটি ভাইরাল (viral) হয়ে ওঠে।
ভিডিওটি দেখেই বোঝা গিয়েছিল, সেটি অনেক পুরনো দিনের! তখন কিং খানের বয়স অনেক কম, সুহানাও অনেক ছোট। ভিডিওতে দেখা গিয়েছিল; শাহরুখ খান তার ‘ঘরের কিছু পুরনো জিনিস’ ক্যামেরার সামনে তুলে ধরছে এবং তার বর্ণনাও দিচ্ছেন। এখানেই উপস্থিত ছিল সুহানা খান এবং আরও এক ব্যক্তি। এইসবের মাঝেই শাহরুখ, তার মেয়েকে প্রশ্ন করেছিল “তার মা গৌরী খান কিভাবে শাহরুখ কে ডাকেন”!! সেই প্রশ্নের উত্তরে, “কোমরে হাত দিয়ে মায়ের ডাক নকল করে দেখায় সুহানা “! যা দেখে অভিনেতা তার হাসি আর সামলাতে পারেনি ! অভিনেতার পাশাপাশি এই ‘হাসির চমক’ অবশ্য নেটিজেনদের মুখেও দেখা গেছে।