×
বিনোদন

‘ সন্তানরা বড় হলে বাবা-মার খোঁজও নেয় না!’ ছেলেমেয়েকে নিয়ে বিস্ফোরক শাহরুখ খান

Advertisements
Advertisements

সন্তানদের প্রতি আজীবন বাবা মায়েদের দায়ভার থাকলেও, সন্তান বড় হয়ে যাওয়ার সাথে সাথে বাবা-মায়ের প্রতি তাদের টান কমতে থাকে। বৃহত্তর পরিবেশে পদার্পণ করার সাথে সাথে, কমতে থাকে বাবা-মার সাথে বাঁধন। এমনকি বাইরে থাকলে অনেক সময় সন্তানেরা, তাদের বাবা-মার খোঁজখবর নিতে পর্যন্ত ভুলে যায়। পড়াশোনা হোক বা চাকরির জন্য পরিবার থেকে দূরে চলে যায় তারা।

Advertisements

শুধু সাধারণ মধ্যবিত্ত ঘরে নয় এরূপ অভিযোগ এনেছে স্বয়ং বলিউড বাদশা শাহরুখ খান (Shahrukh khan) । তার নিজের তিন ছেলে-মেয়ে রয়েছে, তবে দুই ছেলের থেকে বেশি কন্যা সুহানাকে নিয়ে চিন্তিত থাকেন শাহরুখ খান। সবসময় একটু বেশি আদর যত্নে তিনি মানুষ করেছেন তার মেয়েকে। তবে সুহানার কর্মকান্ড অবাক করে তোলে শাহরুখকে! এমনকি অনেক সময় শাহরুখ হতাশ হয়ে যায়, মেয়ের এইরূপ আচরণের জন্য।

কিছুদিন আগে একটি ফিল্ম ফেস্টিভ্যালে সন্তানদের নিয়ে নানা কথা বলতে বলতে, সুহানার ব্যাপারে মুখ খোলেন অভিনেতা। তিনি বলেন যে সুহানা বিদেশে গেলেই তাকে ভুলে যায়, এমনকি ফোন পর্যন্ত করে না।

সুহানা নিজেকে এত দ্রুত বিদেশের পরিবেশের সাথে মানিয়ে নিচ্ছে, যা সত্যি খুব ব্যথিত করেছে বলিউড বাদশাকে। তিনি জানান সুহানা যখন প্রথমবারের জন্য নিউইয়র্কের গেছিল, তখন শাহরুখ খান ছুটি নিয়ে বাড়িতে বসে ছিল। তিনি ভেবেছিলেন হয়তো বিদেশে গিয়ে বোর হবে মেয়ে, তার একা একা লাগবে। তাই যেকোনো সময় বাবাকে সে ছুটে যেতে বলবে নিউইয়র্কে। তবে এই সম্পূর্ণ বিষয়টি ভুল প্রমাণ করে দিয়েছিল শাহরুখ-কন্যা। বাবাকে যেতে বলা তো দূর, ফোন পর্যন্ত করার সময় পেতোনা সে। সেখানে সুহানা ব্যস্ত করে নিয়েছিল নিজেকে নিজের মত। বরং শাহরুখকে ফোন করতে হতো তার মেয়েকে।

Advertisements