বিয়ের প্রথম রাতে স্ত্রী গৌরিকে দেখে কেঁদে ফেলেছিলেন শাহরুখ! আজও সেই তিক্ত অভিজ্ঞতা ভুলতে পারেননি অভিনেতা

বলিউডের সুখী দাম্পত্য জুটিদের মধ্যে অন্যতম ‘শাহরুখ খান’ (Shahrukh Khan) আর ‘গৌরী’ (Gauri)। ১৯৯৮ সালে দিল্লিতে একটি পার্টিতে প্রথম দেখা, যা ধীরে ধীরে পরিণত হয়েছে প্রেমের মতো পবিত্র সম্পর্ককে। জানা যায়, একটা সময় গৌরী দিল্লি ছেড়ে মুম্বাই চলে গিয়েছিলেন। কিন্তু তাঁর পেছন ছাড়েনি বলিউড বাদশা।
আগে থেকেই জানতেন ‘গৌরী’র (Gauri) বিচ পছন্দ, আর সেই কারণেই মুম্বাইয়ের সমস্ত সি বিচে ঘুরেছিলেন অভিনেতা। পরে অবশ্য খুঁজেও পেয়েছিলেন প্রথম ভালোবাসাকে। আর ঠিক সেই কারণেই সি বিচের ধরেই গড়ে উঠেছে ‘মান্নাত’ (Mannat)। তারপরে প্রেম ধীরে ধীরে পূর্ণতা পেয়েছে বিবাহ বন্ধনে, ১৯৯৯ সালের অক্টোবর মাসে বিয়ে করেন তাঁরা।
তবে তখন অবশ্য বলিউড ‘শাহরুখ খান’কে (Shahrukh Khan) পায়নি। সেই সময় একটা ধারাবাহিকে অভিনয় করেন অভিনেতা। কিন্তু বিয়ের রাতে ‘গৌরী’কে (Gauri) দেখে কেঁদে ছিলেন বলিউড বাদশা। একটি সাক্ষাৎকারে তিনি নিজেই জানিয়েছেন সেই কথা। তিনি জানিয়েছেন, বিয়ের সময় তিনি ‘হেমা মালিনী’ (Hema Malini) পরিচালিত একটি ছবিতে কাজ করছিলেন। আর বিয়ের সময়ই তাঁকে সেটে ডেকে পাঠায় পরিচালক। বাধ্য হয়ে গৌরীকে নিয়েই পৌঁছে গিয়েছিলেন সিনেমার শেটে। কারণ গৌরী হেমা মালিনীর ভক্ত।
তবে গিয়ে দেখেন তখনও সেটে এসে পৌঁছায়নি পরিচালক। অগত্যা কাজ শুরু করেন শাহরুখ খান। আর তখন ক্লান্ত বিধ্বস্থ হয়ে ছোট্ট মেক আপ রুমের চেয়ারে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছিলেন নববধূ। রাত ২টোর সময় শুটিং শেষ করে অভিনেতা দেখেছিলেন এই দৃশ্য, আর তা দেখে রীতিমতো কেঁদেছিলেন বলিউড বাদশা। তারপর থেকে অবশ্য আর কোনোদিনই নিজের স্ত্রীকে কষ্ট পেতে দেননি অভিনেতা। জীবনের সবটুকু দিয়ে আগলে রেখেছেন গৌরীকে।