মদক-কাণ্ড অতীত! এবার মদের ব্যবসায় নামতে চলেছে শাহরুখ-পুত্র আরিয়ান

কিছুদিন আগেই মাদক কাণ্ডে জড়িয়ে ছিলেন বলিউডের কিং খান পুত্র আরিয়ান খান (Ariyan khan)। সিবিআই জেরার পাশাপাশি তার ব্যক্তিগত জীবন নিয়েও কাঁটাছেড়া করা হয়েছিল বিভিন্নভাবে। তবে বর্তমানে শাহরুখ-পুত্রর হাতেখড়ি হচ্ছে পরিচালনার কাজে, বাবার প্রোডাকশন হাউসেই পরিচালক হিসেবে ডেবিউ করতে চলেছেন তিনি। তবে এর পাশাপাশি নতুন ব্যবসাও বাজারে নিয়ে আসতে চলেছে আরিয়ান। মাদক কান্ডে তার নাম জড়ালেও, এবার মদের ব্যবসায়ই খুলতে চলেছে সে। ২৫ বছর বয়সী আরিয়ান নিজের প্রিমিয়াম ভদকার একটি ব্যবসায়ীক ব্র্যান্ড তৈরি করতে চলেছে। এর দ্বারা অংশীদারিত্বের সাথে কাজ করে, বিশ্বের বৃহত্তম সেরা মদ প্রস্তুতকারী সংস্থার সঙ্গে চুক্তিও সম্পন্ন করেছেন।
আরিয়ানের দুই অংশীদার হলেও বান্টি সিং এবং লোড ব্ল্যাগোয়েভা। এরা মার্কেটে নিজেদের একটি ব্র্যান্ড তৈরি করার পরিকল্পনা করেছে। স্ল্যাব ভেঞ্জার্স নামে একটি কোম্পানি চালু করেছে তারা তিনজন এবং হাত মিলিয়েছেন বিশ্বের বৃহত্তম মদ প্রস্তুতকারী সংস্থা Anheuser-Busch InBev-এর সাথে।
স্ল্যাব ভেঞ্জার্স বাজারে সবথেকে ধনী এবং আর্থিকভাবে সচ্ছল ভোক্তাদের জন্য নিয়ে আসছে এক নতুন ব্র্যান্ড। এর সাথে তারা বিভিন্ন বৈচিত্র আনতে চলেছে পরিষেবায়। যেমন; অ্যালকোহল যুক্ত, নন অ্যালকোহল যুক্ত পানীয়, পোশাক, এ ছাড়া আনুষাঙ্গিক আরও জিনিসপত্র তারা রাখবে। এ ব্যাপারে শাহরুখ পুত্র আরিয়ান বলেছে, “বর্তমানে এই জায়গায় এক বড় শূন্যস্থান তৈরি হয়েছে। আর যেটি তাদের জন্য এক বড় সুযোগ”।
শাহরুখ (Shahrukh khan) গৌরী খানের বড় পুত্র আরিয়ান, যে ইতিমধ্যেই নিজের পায়ে দাঁড়ানোর কাজ শুরু করে দিয়েছে। অপরদিকে মেয়ে সুহানা বলিউডে ডেবিউ করার পথে। সব থেকে খুদে সন্তান আব্রাম এখন পড়াশোনার কাজে ব্যস্ত। তবে ক্যামেরার সামনে একদমই আসতে চান না শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান, তাই ব্যবসায়ীক এবং অন্যরকম কাজে মনোনিবেশ করছেন তিনি।