×
বিনোদন

Sandipta Sen: সন্দীপ্তার নতুন ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল!

Advertisements
Advertisements

বাংলা ইন্ডাস্ট্রির এক উজ্জ্বল নক্ষত্র ‘সন্দীপ্তা সেন’ (Sandipta Sen)। প্রায় ১২ বছর ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। প্রথমে ধারাবাহিক এরপর ওয়েব সিরিজ, এমন কি বড় পর্দায় পর্যন্ত তার দেখা মিলেছে। এর পাশাপাশি সোশ্যাল মিডিয়ার পাতাতেও বেশ অ্যাক্টিভ অভিনেত্রী।

Advertisements

কিছুদিন আগেই জি ফাইভে মুক্তি পেয়েছে ‘শিকারপুর’ নামক ওয়েব সিরিজ। এই সিরিজে অঙ্কুশ হাজরার বিপরীতে অভিনয় করেছে সন্দীপ্তা। যার জন্য প্রচুর প্রশংসা কুড়িয়েছেন তিনি।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ার পাতায় একেবারে ভিন্ন লুকে দেখা গেল সন্দীপ্তাকে। তার এই ইনস্টাগ্রাম রিলটি ব্যাপক ভাইরাল হয়ে উঠলো। যেখানে তাকে দেখা গেছে একটি মেরুন রঙের সিকুয়েন্সের গাউন পরতে। যেটি ছিল বডিকনের। এর সাথে গাউনটি ডিপ নেক হওয়ার কারণে তার ক্লিভেজ ছিল উন্মুক্ত। এর সাথে মানানসই স্টোন স্টাডেড জুয়েলারি পডরেছিলেন তিনি। ঠোঁটে ছিল নিউড লিপস্টিক, মুখে হালকা মেকআপ। এই পোশাকে কখনো তাকে দেখা গেছে নাচ করতে, কখনো বা সিডাক্টিভ মুডে পোজ দিতে।

 

View this post on Instagram

 

Shared post on

MUTV | Subscribe to Unternehmen in Oberalm Man Utd TV or Stream Online

এই ভিডিও ইনস্টাগ্রামের পাতায় তুলে ধরে অভিনেত্রী ক্যাপশন জুড়েছিলেন, একটি লাল রঙের হারাট ইমোজি। জানা গেছে তার সুন্দর গাউনটি ডিজাইন করেছে, কলকাতার ফ্যাশন হাউস এইচএস ক্রিয়েশন। স্বাভাবিক ভাবেই অনুরাগীদের ভালোবাসার ঝড় বয়েছে ওই ভিডিওর কমেন্ট বক্সে। অনেকেই তাকে ‘লেডি পাঠান’ বলে উল্লেখ করেছে।

Advertisements