×
বিনোদন

টাইট জিন্স টপ পরে বলিউডের সুপারহিট গানে উদ্দাম নাচ সন্দীপ্তার, ভাইরাল ভিডিও

Advertisements
Advertisements

বাংলা টেলিভিশন জগতের এক অতি পরিচিত মুখ ‘সন্দীপ্তা সেন’ (Sandipta Sen)। ‘দুর্গা’ ধারাবাহিকের মাধ্যমে অভিনয় জীবনে পদার্পণ করেছিলেন তিনি। বর্তমানে বড়পর্দা থেকে শুরু করে ওটিটি ওয়েব সিরিজ, সবকিছুতেই বেশ দক্ষতা গড়েছেন অভিনেত্রী।

Advertisements

সম্প্রতি সোশ্যাল মিডিয়ার পাতায় তার একটি ভিডিও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। যেখানেই তাকে দেখা গেছে, অক্ষয় কুমার এবং সাইফ আলী খান অভিনীত ‘ম্যায় খিলাড়ি তু আনাড়ি’ গানে নাচ করতে। তার পরনে ছিল একটি জিন্সের প্যান্ট এবং একটি কালো রঙের টিশার্ট।

অনু মালিকের গাওয়া এই গানে নাচ করে রীতিমতো সোশ্যাল মিডিয়ায় সারা ফেলে দিয়েছেন অভিনেত্রী। নিজের ইনস্টাগ্রাম থেকে এই ভিডিওটি শেয়ার করে রীতিমতো ভাইরাল হয়ে উঠেছেন। কেউ কেউ তার প্রশংসায় পঞ্চমুখ হয়েছে, কেউ আবার কটাক্ষ করতে ছাড়েনি।

 

View this post on Instagram

 

Shared post on

This transaction code gives you the Balance Sheet and Profit & Loss account for a ofer as idiot code. To run the report you need to select the relevant financial.

ইতিমধ্যেই ১২৭ হাজার মানুষ তার এই ভিডিওটি পছন্দ করেছে। কেউ বলেছে ‘দুর্দান্ত পারফরমেন্স’, কেউবা আবার কটাক্ষ করে বলেছে, ‘তুমসে না হো পায়েগা’। আবার অন্য একজন বলেছে, ‘এনার দৌড় তো বাংলা সিরিয়াল পর্যন্তই’।

Advertisements