বিয়ে না করেই সন্তানের বাবা হবেন সলমন খান!

বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা ‘সালমান খান’ (salman khan)। প্রায় দুই দশক ধরে ভাইজানের অভিনয় সকলের মনে গেঁথে রয়েছে। মঙ্গলবারে সদ্য ৫৭ বছরে পা দিয়েছেন তিনি, বলা চলে একেবারে বলিউডের ‘এলিজিবেল ব্যাচেলর’ তিনি। বহু প্রেমের সম্পর্কে জড়ালেও, শেষ পর্যন্ত বিয়ে পিড়িতে বসতে পারেননি তিনি। ভাই বোনদের নিয়েই তার বর্তমান সংসার।
বলিউডের নানান সময়ে একাধিক অভিনেত্রীদের সাথে নাম জড়িয়ে ছিল ভাইজানের।তবে এরপর বিশেষ কিছু লাভ হয়নি। সম্প্রতি শোনা গেছে সালমান খান নাকি অভিনেত্রী পূজা হেগড়ের সঙ্গে প্রেম করছেন। শুটিং শেষ হয়ে গেলেও দুজনকে একান্তে নিভৃতে সময় কাটাতেও দেখা যাচ্ছে অভিনেতার ফার্ম হাউসে। তবে বর্তমানে এ বিষয়ে কিছুই জানাননি পূজা বা সালমান খান কেউই।
খুব শীঘ্রই আসতে চলেছে সালমান খান এবং পূজা হেগড়ের অভিনীত ‘কিসি কা ভাই কিসি কে জান’। জানা গেছে দক্ষিনী সুপারস্টার তামিল ছবি ‘বীরম’-এর পরিপ্রেক্ষিতে তৈরি হচ্ছে এই ছবিটি। এই ছবিটির পরিচালনা করছেন ফারহাদ, প্রযোজনা করেছেন সালমান খান নিজে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে বিস্ফোরক মন্তব্য পাওয়া গেছে সালমান খানের পক্ষ থেকে। সেখানে অভিনেতা জানিয়েছেন “আমি সন্তান চাই কিন্তু সন্তান থাকলে তো মাও থাকবে; আমি কোন মা চাই না। মায়েদের সেবা করার মানুষ প্রয়োজন তাই আমি একটা গোটা গ্রামের দায়িত্ব নিয়েছি, সবার জন্যই এটি ভালো। আমার সন্তানের অভাব নে,ই মায়েরাও একা নয় আর”।