মুকেশ আম্বানির ছেলের বিয়েতে বাসন মাজছেন সালমান! ভাইরাল ভিডিও দেখে ছি: ছি: করছে নেটিজেনরা

বলিউড তারকা ‘সালমান খান’ (salman lhan) যিনি প্রায় ৩০ বছর ধরে অভিনয় জগতের সাথে যুক্ত রয়েছেন, তাকে নিয়ে নানান সময়ে নানান মন্তব্য তুলে ধরা হয় সোশ্যাল মিডিয়ার পাতায়। সম্প্রতি মুকেশ আম্বানির ছেলে ‘অনন্ত আম্বানি’র এনগেজমেন্টের পার্টিতে নাকি বাসন মেজেঝেন সালমান খান, সাথে শাহরুখ খান! এমনই চাঞ্চল্যকর তথ্যের কিছু নিদর্শন তুলে ধরা হলো সোশ্যাল মিডিয়ার পাতায়।
মুকেশ আম্বানির (Mukesh) পরিবারে যেকোনো অনুষ্ঠানে উপস্থিত থাকে বলিউডের তাবড় তাবড় তারকারা, সেই তালিকায় অবশ্যই সালমান খান এবং শাহরুখ খানের নাম নথিভুক্ত থাকে। এবার মুকেশ আম্বানীর ছেলের এনগেজমেন্টের পার্টিতে সেরকমই শাহরুখ খানের এবং সালমান খানকে দেখা মিলেছিলো।
তবে কি এমন ঘটল যে, হঠাৎ করে মুকেশ আম্বানির ছেলের এনগেজমেন্টে গিয়ে রীতিমতো বাসন মাজতে হল তাদের! কিছুদিন আগেই মুম্বাইতে এসে, মুকেশ আম্বানি তার ছেলে অনন্ত এবং বান্ধবী রাধিকার এনগেজমেন্টের গ্র্যান্ড পার্টি রেখেছিলেন। সেখানে উপস্থিত হয়েছিলেন বলিউডের অনেক তারকারা। শাহরুখ খান এবং সালমানও খান সেখানে গিয়েছিলেন, তবে আলাদা আলাদা ভাবে।
View this post on Instagram
তবে গাড়ি যখন তাদের বের হচ্ছিল, তখন অবশ্য দুজনের গাড়িকে পরপর যেতে দেখা গিয়েছিল। যেখানে প্রথমে সালমান খানের গাড়ি বের হয় এবং পরে শাহরুখ খানের গাড়ি। সালমান খানকে দেখা গিয়েছিল একটি নীল রঙের শার্ট পরতে এবং শাহরুখ খানকে সাদা রঙের শার্ট পরতে। যা দেখে অনেকেই বলেছে, তারা নাকি সেখানে বাসন মাজতে গেছিল। আবার অনেকেই তাকে ড্রেস দেখে বলেছে ‘খাবার পরিবেশকদের মতন’! তাই বোঝাই গেছে সোশ্যাল মিডিয়ায় অহেতুক ট্রোলের শিকার হয়েছেন তারা।