×
বিনোদন

বিদ্যা বালনের এই সিনেমাটি দেখতে ভয় পান সইফ আলি খান!

Advertisements
Advertisements

বলিপাড়ার এক অন্যতম সাহসী অভিনেত্রী ‘বিদ্যা বালান’ (Vidya balan)। অভিনয়ের মাধ্যমে ইতিমধ্যেই দর্শকবনে আলাদাই জায়গা করে নিয়েছেন তিনি। এর পাশাপাশি যে কোন চরিত্রে সহজে মানিয়ে নিতে পারেন তিনি। একসময় দক্ষিণী অভিনেত্রী সিল্ক স্মিতার (silk smita) বায়োপিক ‘দ্য ডার্টি পিকচার’ করে রীতিমতো সারা ফেলে দিয়েছিলেন তিনি। হুবহু সিল্ক স্মিতার মতনই সাহসী চরিত্রে অভিনয় করেছিলেন। তবে জানা যায়, এই সিনেমার কারণেই করিনা কাপুরকে নিয়ে ভয় পেতেন সইফ আলী খান (Saif Ali khan)!

Advertisements

এক সাক্ষাৎকারে ‘করিনা কাপুর’ (Karina kapoor) একথা স্বীকার করেছিলেন। তিনি জানিয়েছিলেন, সাইফ এখনো পর্যন্ত দেখেনি এই সিনেমাটি, কখনো দেখতেও চায়না! করিনা তাকে বারবারই বলেছিল দেখার কথা কিন্তু সবসময় সইফ ভয় পায়। তার মনে হয় ডার্টি পিকচার দেখার পর, করিনা হয়তো ঐরকম সিনেমায় কাজ করতে চাইবে। এর কারণে ওই ফিল্মটি দেখা থেকে বিরত দেখেছেন সইফ আলি খান! করিনা অবশ্য নিজে আত্মবিশ্বাসী নন এই ধরনের চরিত্রে অভিনয় করার জন্য। তবে তিনি বলেন যে, এই সিনেমার মাধ্যমে একা আলাদাই আলোড়ন সৃষ্টি করেছিলেন বিদ্যা!

করিনা কাপুর জানান, তিনি যদি এরকম একটি চরিত্রে অভিনয় করেন; তাহলে সে ক্ষেত্রে সালমান খান বা শাহরুখ খান কাউকে একটা থাকতেই হবে। ওই সিনেমায় ভারসাম্য রক্ষার জন্য। করিনা সবসময় চায় এই ধরনের একটি চরিত্রে অভিনয় করতে, তাই এই ধরনের বায়োপিকের প্রস্তাব পেলে তিনি স্বামীর সাথে আলোচনা করবেন।

 

View this post on Instagram

 

Shared post on

তবে তার কথা এবং কাজ দুটোতেই ফারাক বিস্তর! করিনা অভিনীত ‘হিরোইন’ প্রাপ্তবয়স্কের সিনেমা ছিল। যার ফলে বোঝাই যাচ্ছে তিনি কতটা আত্মবিশ্বাসী!

Advertisements