×
বিনোদন

সৌন্দর্য্যে বিশ্বসুন্দরী ঐশ্বর্য রাইকে টেক্কা দিচ্ছেন ২৫ বছরের শচীন কন্যা, দেখুন ভাইরাল ছবি

Advertisements
Advertisements

‘শচীন টেন্ডুলকার’কে (Sachin Tendulkar) সকলেই চেনেন। সমাজে তাঁর আলাদা করে পরিচয় করিয়ে দেওয়ার প্রয়োজন পড়ে না। ভারতীয় ক্রিকেট জগতের তিনি একজন উজ্জ্বল নক্ষত্র। দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে নিজের ব্যাটিং কারিশমা দেখিয়েছেন এই মানুষটি। তাই অনেকেই তাঁকে ক্রিকেটের ভগবানও বলেন। তবে আজ আমরা তাঁকে নিয়ে আলোচনা করবো না বরং তাঁর মেয়ে ‘সারা টেন্ডুলকার’কে (Sara Tendulkar) নিয়ে আলোচনা করবো।

Advertisements

কারণ মাত্র ২৫ বছর বয়সেই তিনি ভারতীয় চলচ্চিত্র জগতের যেকোনো অভিনেত্রীর বিরুদ্ধে ছক্কা হাঁকাতে পারেন। বর্তমানে শচীন কন্যা ডাক্তারি পড়াশোনার জন্য থাকেন লন্ডনে। মা ‘অঞ্জলী টেন্ডুলকার’ও ( Anjali Tendulkar) পেশায় ডাক্তার। তাই মায়ের পেশাকেই বেছে নিয়েছেন তিনি। তবে শুধু ডাক্তারি নয়, তাঁর নেশা কিন্তু অভিনয়আর সেই সুবাদেই শিখে নিয়েছেন অভিনয়ের শিক্ষা।

মাঝে মধ্যেই তাঁকে দেখা যায় সোশ্যাল মিডিয়ার অলিতেগলিতে। শুধু ছবি শেয়ার নয়, সেই ছবিতে রীতিমতো হুড়োহুড়ি করে পুরুষেরা। সেই সাথে তো কমেন্ট আছেই। অনেকে মনে করছেন তিনি খুব দ্রুত নামতে পারেন বলিউডে। আর তা হলেই হতে পরে রাতারাতি বাজিমাত।

 

View this post on Instagram

 

Shared post on

তবে শচীন টেন্ডুলকারের চেনে অর্থাৎ ‘অর্জুন টেন্ডুলকার’র (Arjun Tendulkar) কথা বলতে গেলে সে একেবারেই বাবার মতো ঘরোয়া ক্রিকেটে বেশ ভালো পারফরমেন্স রয়েছে তাঁর। হয়তো তাঁকেও খুব শীঘ্রই দেখা যেতে পারে ভারতীয় ক্রিকেটের জার্সিতে।

Advertisements