কাঁধ থেকে জ্যাকেট খুলে ঘাম ঝরালেন ঋতুপর্ণা!

বাংলা ইন্ডাস্ট্রির এভারগ্রিন অভিনেত্রী বলতে যাকে বোঝায়, তিনি হলেন ‘ঋতুপর্ণা সেনগুপ্ত’ (Rituparna Sengupta)। প্রায় দুই প্রজন্ম ধরে তার অভিনয় দক্ষতা দর্শকদের মন জয় করে আসছে। আজও তার টানা টানা চোখে আট থেকে আশে সকলেই রীতিমতো ফিদা হয়ে যায়। বর্তমানে অবশ্য তাকে অভিনয়ের পাতায় আর খুব একটা বেশি দেখা যায় না।
তবে সোশ্যাল মিডিয়ার পাতাতে অভিনেত্রে কিন্তু বেশ সক্রিয়। কখনো ট্রাডিশনাল কখনো বা ওয়েস্টার্ন পোশাকে সকলের নজর কাড়েন তিনি। তাকে ‘চিরহরিৎ’ বলে আখ্যা দেয় সকলে। বয়স পঞ্চাশে পৌঁছালেও এখনো পর্যন্ত তার ফিগার বা সৌন্দর্য, সবই টেক্কা দেয় যে কোন যুবতীকে।
এবার সোশ্যাল মিডিয়ার পাতায় গরমের শুরুতে একেবারেই ভিন্ন সাজে সেজে উঠলেন অভিনেত্রী। যেখানে তাকে দেখা গেছে, একেবারে হট লাস্যময়ী রূপে। তার পরনে ছিল একটি লাল রঙের জ্যাকেট, যেটি তার কাঁধের কাছ থেকে নিচের দিকে নেমে আসছিল। এই জ্যাকেট দিয়েই তার গোলাপি রঙের অন্তর্বাস ছিল স্পষ্ট। নিচের অংশে একটি কালো ট্র্যাকপ্যান্ট পরেছিলে, কানে ছিল সাদা ইয়ার পিস এবং মাথায় হেয়ার ব্যান্ড।
View this post on Instagram
Insurance coverage provided by UnitedHealthcare Insurance dítě hvězdy or its affiliates Payer Initiated Reductions. PR. Patient Responsibility. Reason. Code.
আসলে সেই সময়ে তিনি শরীর চর্চায় ব্যস্ত ছিলেন। স্বাভাবিকভাবেই তার এই ছবিতে সকলেই ভালোবাসা জানিয়েছে। কেউ তাকে বলেছে, সুস্থ থাকুন, স্বাস্থ্যবান থাকুন। কেউবা আবার আগুনের ইমোজি দিয়েছে।