৫০ পেরিয়েও ষোড়শী যুবতীর ন্যায় উপচে পড়ছে যৌবন, ঋতুপর্ণার নিত্যনতুন লুকে কুপকাত পুরুষ ভক্তরা

টলিপাড়ার অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী ‘ঋতুপর্ণা সেনগুপ্ত’ (Rituparna Sengupta)। প্রায় 90 দশক থেকে শুরু করে বর্তমানকাল পর্যন্ত, তার অভিনয় দক্ষতার মাধ্যমে জনপ্রিয়তার চরম শিখরে পৌঁছেছেন তিনি। নব্বই দশকের বেশিরভাগ সিনেমাতে প্রসেনজিতের সাথে তার জুটি ছিল একেবারে হিট। এর পাশাপাশি অফ স্ক্রিনেও তাদের নিয়ে নানান গুঞ্জন শোনা গিয়েছিল।
View this post on Instagram
বড় পর্দায় প্রায় ১৫০ টিরও বেশি সিনেমা করেছেন তিনি। টলিউড ইন্ডাস্ট্রির এক অন্যতম সফল অভিনেত্রী বলতে ঋতুপর্ণা সেনগুপ্তকেই বোঝায়। বর্তমানে অবশ্য অভিনয় জীবন থেকে বেশ কিছুটা দূরে সরে গিয়েছিলেন তিনি, তবে আবারো ইন্দো-বাংলাদেশের এক যৌথ সিনেমা ‘স্পর্শ’তে দেখা যাবে ঋতুপর্ণাকে। ইতিমধ্যেই সেই ছবির শুটিং শুরু হয়ে গিয়েছে।
View this post on Instagram
তবে বর্তমানে তার বয়স যে ৪৫ ছুঁয়েছে, সে কথা কেউই স্বীকার করবে না। এখনো পর্যন্ত ট্র্যাডিশনাল থেকে শুরু করে ওয়েস্টার্ন, যেকোন লুকেই তার চাবুক ফিগার অন্যান্য অভিনেত্রীদের হার মানায়। তিনি একাধারে যেরকম বোল্ড সাজে
অভ্যস্ত, ঠিক সেরকমভাবেই ট্রাডিশনাল সাজেতেও অনুরাগীদের ঘায়েল করেন। বলা বাহুল্য, একেবারে এভারগ্রীন অভিনেত্রী তিনি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তার এক ছবি বেশ ভাইরাল (viral) হল।
View this post on Instagram
ওই ছবিতে ঋতুপর্ণার পরনে ছিল একটি গোল্ডেন রঙের ভিনেকের টপ, তার সাথে গোল্ডেন রঙের জ্যাকেট এবং প্যান্ট। কানে তিনি পড়েছিলেন বড় ইয়ার রিং, হাতে ছিল ব্যাঙ্গেল সাথে আংটি। এর সাথেই তার পিঠ এলিয়ে ছিল লম্বা ঘন চুল। বাঁ দিকের হাতে ছিল একটি গোলাপি রঙের বটুয়া। অভিনেত্রী ছবিটি ইনস্টাগ্রামের পাতায় তুলে ধরতেই, অনুরাগীদের ভালোবাসায় ভরে গেছে। নানান মন্তব্যে এসে জড়ো হয়েছে ওই পোষ্টের কমেন্ট বক্সে; কেউ বলেছে “গোল্ডেন গার্ল”, কেউ বলেছে “কিলার লুক”।