সারা শরীরে ফেনা মেখে ক্যামেরার সামনে পোজ দিলেন ঋতাভরী, উত্তাপ বাড়লো নেটপাড়ার

টলিপাড়ার বিউটি কুইন ‘ঋতাভরী চক্রবর্তী’ (Ritabhari Chakraborty)। যে প্রায়শই বিভিন্ন মোহময়ী লুকে নেটবাসীদের ম নজরকাড়েন। তার বোল্ড লোকের জাদুতে ৮ থেকে ৮০ সকলেই ফিদা! প্রায়শই বিভিন্ন উষ্ণ লুকে সোশ্যাল মিডিয়ায় হাজির হন অভিনেত্রী। টেলি ধারাবাহিক এর মাধ্যমে টলিপাড়ায় পদর্পণ করেছিলেন অভিনেত্রী। এরপরে জনপ্রিয়তার চরম শিখরে পৌঁছিয়ে বলিউডে পর্যন্ত পা রেখেছেন তিনি। তার অভিনয় দক্ষতার পাশাপাশি তার নজর কাড়া সৌন্দর্য, আরো বেশি আকৃষ্ট করে সকলকে। আগামী বছরই আবার মুক্তি পেতে চলেছে ঋতাভরী অভিনীত সিনেমা ‘ফাটাফাটি’।
View this post on Instagram
সম্প্রতি একেবারে বোল্ড অবতারে সোশ্যাল মিডিয়ায় ধরা দিয়েছেন অভিনেত্রী, পড়েছেন সবুজ-সাদা রঙের স্টাইপড বিকিনি। এর সাথে ঠোঁটে লাল লিপস্টিক এবং মাথার ভেজা চুল রীতিমতো বক্ষদেশ স্পর্শ করছিল তার। ভিডিওটি সোশ্যাল মিডিয়া শেয়ার করে অভিনেত্রী ক্যাপশন জুড়েছেন যে, “জ্যাকুজির ব্যালকনি থেকে সূর্যের সঙ্গে খেলা। আমার কিছু পরামর্শ ঠিকঠাক ছুটি কাটানোর”। এর সাথে অভিনেত্রী আরো জুড়েছেন যে, “সমস্ত চিন্তাকে ফেলে দিন এবং সূর্যের আলো থেকে নিজেকে রক্ষা করুন। সবকিছু একসঙ্গে প্ল্যান না করে অল্প অল্প করে ছুটি কাটান”। এর সাথে একটি লাল ইমোজিও জুড়েছেন তিনি।
View this post on Instagram
তবে শীতের মরশুমে হঠাৎ করে কোথায় ঘুরতে যাওয়ার টিপস দিচ্ছেন অভিনেত্রী? বর্তমানে তিনি রয়েছেন নেদারল্যান্ডে, তার বান্ধবীর সঙ্গে ছুটি কাটাচ্ছেন আর নেদারল্যান্ডের স্বর্গীয় দৃশ্য তুলে ধরছেন সাইবারবাসীদের সাথে।
View this post on Instagram
ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরা মাত্রই, নানান মন্তব্য এসে ভিড় করেছে ভিডিওর কমেন্ট বক্সে। এমনকি অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত পর্যন্ত আগুনের ইমোজি দিয়েছে। তবে অনেক বিতর্কমূলক মন্তব্যও এসেছে ভিডিওর কমেন্ট বক্সে। তবে সেগুলির কোনটাই অভিনেত্রীর ওপর আঁচ আসতে দেয়নি।