×
বিনোদন

Ritabhari Chakraborty: সমুদ্রের নোনাবালিতে শুয়ে নেটদুনিয়ার তাপমাত্রা বাড়ালেন ঋতাভরী!

Advertisements
Advertisements

টলিপাড়ার অন্যতম পরিচিত মুখ ‘ঋতাভরী চক্রবর্তী’ (Ritabhari Chakraborty)। টিভির পর্দায় খুব একটা তাকে দেখা না গেলেও, সোশ্যাল মিডিয়ার পাতিতে বেশ অ্যাক্টিভ তিনি। বিভিন্ন লুকে অনুরাগী মহলে নজর কাড়েনে এই হট অভিনেত্রী। সম্প্রতি আবারও তাকে দেখা গেল এক ভিন্ন লুকে, নেট দুনিয়ার পাতায়।

Advertisements

যদিও কিছুদিন আগেই বেশ বিতর্কে জড়িয়ে ছিলেন তিনি। দিদির বিয়ে নিয়ে নানান বিতর্কের ঝড় এসেছিল ঋতাভরীর দিকে। অনেকেই অভিনেত্রীর ভাবধারাকে মেনে না নেওয়ার দরুন, তাকে অনেক কথা শুনিয়েছিল। অপর দিকে অনেকে আবার তার পাশেও দাঁড়িয়েছিল। যদিও একাধারেই সবকিছুই সামনে উঠেছেন তিনি।

সম্প্রতি ইনস্টাগ্রামের পাতায় তার পোস্ট করা ছবিগুলিতে তাকে দেখা গেছে, সমুদ্রতটে একেবারে ভিন্ন মেজাজে। বোল্ড অবতারের ধরা দিয়েছেন তিনি। তারপর পরনে ছিল একটি কালো রংয়ের ডিপ নেক ট্রান্সপারেন্ট টপ। তার বক্ষখাঁজ ছিল স্পষ্ট। এর সাথে মুখে নিউড মেকআপ করেছিলেন তিনি। খোলামেলা পোশাকের সাথে নজরকড়া পোজে ক্যামেরার সামনে এসেছিলেন তিনি। তার শরীর থেকে ঝড়ছিলো সমুদ্রের বালি।

 

View this post on Instagram

 

Shared post on

2019 Women’s World Cup schedule, bracket, Carole Chazoule on TV

এই ছবির সাথে অভিনেত্রী ক্যাপশন জুরে ছিলেন, “একমাত্র চোখ সমস্ত স্ফুলিঙ্গ তৈরি করতে পারে” আর তারপরেই ভালোবাসার জোয়ার বইছে তার এই ছবিটিতে। কেউ বলেছে, “তোমায় দেখে কেমন একটা লাগছে” কেউ “বলেছে, তোমায় লাস্যময়ী লাগছে”।

Advertisements