দুধ সাদা বিছানায় গোলাপী আভা ছড়ালেন লাস্যময়ী ঋতাভরী, ছবি থেকে চোখ সরছে না নেটিজেনদের

‘ওগো বধূ সুন্দরী’ সিরিয়ালের মাধ্যমে টিভির পর্দায় পথ চলা শুরু হয়েছিল ঋতাভরীর (Ritabhari Chakraborty)। ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’ সিনেমার মাধ্যমে তার চরিত্রটি অধিক সাড়া ফেলেছিলো দর্শকদের মনে। বর্তমানে অবশ্য বেশ কিছু সময় সিনেমা জগত থেকে নিজেকে দূরে রেখেছেন, তবে কয়েকটি ব্র্যান্ড এনডোর্সমেন্টের কাজে বেশ কিছুটা ব্যস্ত হয়ে পড়েছিলেন অভিনেত্রী। এছাড়া বয়ফ্রেন্ডের সাথে বিদেশেও পাড়ি দিয়েছিলেন ঋতাভরী, সেখানের বেশ কিছু ঝলক সোশ্যাল মিডিয়ার ছবিতে ধরাও পরেছিল। ঋতাভরী বরাবরই সোশ্যাল মিডিয়ার পাতাতে বেশ অ্যাক্টিভ, হামেশাই বিভিন্ন নজরকাড়া লুকে সে ধরা দেয় নেটিজেনদের কাছে।
এই বছরই দুর্গাপুজোতে এক জায়গার ব্র্যান্ড অ্যামবাসাডর হয়েছিলেন তিনি, এর পাশাপাশি কোচিতে নবরাত্রি উৎসব পালনের জন্য গিয়েছিলেন। সেখানে উপস্থিত ছিল বলিউডের বিভিন্ন তারকারা, যেমন ‘রণবীর কাপুর’ (Ranbir Kapoor), ‘ক্যাটরিনা কাইফ’ (Katrina kaif) প্রমুখেরা। সম্প্রতি তার গোলাপি আভাময় কিছু চিত্র ধরা পরল নেটদুনিয়াতে, যা বহুল প্রশংসিত হয়েছে দর্শকদের কাছে।
View this post on Instagram
তার ইনস্টাগ্রামে আপলোড করা ওই ছবিগুলিতে ঋতাভরীকে দুটি পোশাকে দেখা গেছে। যার মধ্যে একটিতে তিনি পরেছিলেন, অফ সোল্ডার গোলাপি কুর্তা, কুর্তার হাতটি ছিল থ্রি কোয়াটার এবং পাফ স্লিভস। এরই সাথে তিনি পরেছিলেন গোলাপি লেগিন্স, কোমরে কালো বেল্ট ও কানে ফ্লোরাল ইয়ার রিং। তার চুলে ছিল হালকা পনিটল। অপর একটি ছবিতে তিনি পরেছিলেন একটি গোলাপি রঙের সোয়েটার, তার সাথে কানে ছিল কপার রঙের জাঙ্ক ইয়ারিং। এই পোশাক দুটিতে কখনো দুধ সাদা বিছানায় শুয়ে, কখনো বা জানালার পাশে রৌদ্রছায়ায় বিভিন্ন পোজে ছবি তুলেছেন ঋতাভরী। প্রত্যেকটি ছবিতেই তার ‘গোলাপি ঠোঁটের কোণে হাসি এবং সৌন্দর্যের মাধুর্য’ এই দুয়েই মন কেড়েছে দর্শকদের। তবে রোদের আলোতে তার পিঠে এবং গলার কাছে বেশ কিছু দাগ দেখা গেছে, সেগুলি স্ট্রেচমার্কস কিনা তা বোঝা যায়নি; তবে স্ট্রেচমার্কসও যদি হয়, সেটি খুবই স্বাভাবিক। এই ছবির সাথে মানানসই ক্যাপশন হিসেবে তিনি জুড়েছেন, “যদি গোলাপির প্রসঙ্গ ওঠে, তাহলে তিনি সবসময়ই সম্মত” একটি গোলাপী হার্ট ইমোজিও জুড়ে ছিলেন। অভিনেত্রীর মন্তব্য অনুযায়ী তার ছবিগুলিকে ‘গোলাপি ঝড়’ বলে আখ্যা দিয়েছেন নেটিজেনরা।