Wednesday, December 1, 2021

বিয়ে সেরে ফেললেন ঋষিরাজ-পিহু, বাস্তবেও পরিণত পাবে তাদের প্রেম, দেখুন সমস্ত ছবি

মন ফাগুন (Mon Phagun) ধারাবাহিকে এখন বিয়ের এপিসোড চলছে। টুবাইদাকে ভালবাসলেও পরিবারের কথা ভেবে ঋষিরাজকে বিয়ে করেছে পিহু, অন্যদিকে প্রিয়দর্শিনীকে মনে স্ত্রী হিসেবে গ্রহণ করে বাধ্য হয়ে পিহুর সিঁথিতে সিঁদুর দিয়েছে ঋষিরাজ। তবে ধারাবাহিকে গল্প এই রকমভাবে মোড় নিলেও বাস্তব জীবনে এমন বিবাহের বিপক্ষে ঋষিরাজ।

Mon Phagun

ঋষিরাজ চরিত্রের অভিনেতা শন ব্যানার্জি (Sean Banerjee) বলেছেন, তিনি মনে করেন দুজন মানুষের মধ্যে মনের ও মতের মিল হলে তবেই বিয়ে করা উচিত। গল্পে যাই দেখাক না কেন, বাস্তব জীবনে কখনো ইচ্ছার বিরুদ্ধে গিয়ে বিয়ে করা উচিত নয়।

Mon Phagun

শন ব্যানার্জি এই প্রসঙ্গে বলেন, স্কুলে পড়তে পড়তে তিনি একটি মেয়ের প্রেমে পড়েছিলেন তবে বড় হয়ে সেই অনুভূতি বদলে গেছে। বর্তমানে একে অন্যের সঙ্গে যোগাযোগ থাকলেও সেই প্রেমের অনুভূতি আর নেই। বর্তমানে তিনি কারো সাথে প্রেম করছেন কিনা তা জানতে সকলেই উৎসুক তবে অভিনেতা নিজের বর্তমান স্ট্যাটাস জানাতে নারাজ।

Mon Phagun

⚡ Trending News

আরও পড়ুন