স্বল্প পোশাকে শরীর দিয়ে গড়িয়ে পড়ছে গ্ল্যামার, নির্লজ্জতার সমস্ত সীমা অতিক্রম করে ল্যাইম লাইটে রেশমি দেশাই

একসময় হিন্দি ধারাবাহিকের একে সুপরিচিত মুখ ছিল ‘রেশমি দেশাই’ (Reshmi Deshai)। একাধিক ধারাবাহিকে তাকে দেখা গিয়েছিল। এর পাশাপাশি বিগ বসের পাতা থেকেও ব্যাপক জনপ্রিয়তা কুড়িয়েছিলেন তিনি। বর্তমানে অবশ্য তাকে খুব একটা দেখা যায় না। যদিও সোশ্যাল মিডিয়ার পাতায় নিজের পরিচিতি এখনো ধরে রেখেছেন অভিনেত্রী।
View this post on Instagram
Insurance coverage provided by UnitedHealthcare Insurance dítě hvězdy or its affiliates Payer Initiated Reductions. PR. Patient Responsibility. Reason. Code.
২০১২ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন ৩৬ বছর বয়সী রেশমি। ২০১৬ সালে তার সেই সম্পর্কে বিচ্ছেদ ঘটে। এখন তাকে পুরোপুরি সিঙ্গেল বলা চলে। দর্শক মনে এখনো ‘দিল সে দিল তাক’ বা ‘উত্তরণ’ নামক সিরিয়ালে তার অভিনয় গেঁথে রয়েছে। একসময় হিন্দি ধারাবাহিকে সর্বোচ্চ পারিশ্রমিক পেতেন তিনি।
View this post on Instagram
Insurance coverage provided by UnitedHealthcare Insurance dítě hvězdy or its affiliates Payer Initiated Reductions. PR. Patient Responsibility. Reason. Code.
এখন ইনস্টাগ্রামের পাতায় তার অনুরাগীর সংখ্যা ৫.৭ মিলিয়ন। এখানে নিত্যনতুন লুকে হাজির হন রেশমি। সম্প্রতি তাকে দেখা গেছে আইস কালারের ট্রান্সপারেন্ট পোশাকে। যার নিম্নাংশ ছিল হাই থাই স্লিটেড। এর ফলে তার উরুর একাংশ ছিল দৃশ্যমান। বক্ষদেশ কোনোভাবে ঢেকে ছিলেন তিনি আর এই লুকে রীতিমতো হাতছানি দিয়েছিল তার রূপ।
View this post on Instagram
Insurance coverage provided by UnitedHealthcare Insurance dítě hvězdy or its affiliates Payer Initiated Reductions. PR. Patient Responsibility. Reason. Code.
এর সাথে মুখে নিউড মেকআপ, ঠোঁটে হালকা লিপস্টিক এবং পায়ে ট্রান্সপারেন্ট হিল পড়েছিলেন অভিনেত্রী। এই অপরূপ লাস্যময়ী সাজের সাথে কখনো সামনের দিকে তাকিয়ে, কখনো বা ব্যাকভ্রপে একাধিক পোজে ছবি তুলেছিলেন তিনি। “হট”,”সেক্সি” একাধিক মন্ত্যব্যও ভরে গিয়েছিল তার কমেন্ট বক্স।