×
বিনোদন

মনে আছে ‘বজরঙ্গী ভাইজান’-এর ছোট্ট মুন্নিকে? বর্তমানে তার রূপ দেখলে চোখ সরাতে পারবেন না

Advertisements
Advertisements

সিনেমা জগতে এরকম অনেকেই রয়েছে, যারা শিশুশিল্পী হিসাবে অভিনয় জীবনে পদার্পণ করে এবং চিরকাল দর্শক মনে রয়ে যায়। বলিপাড়ায় এরকম এক জনপ্রিয় মুখ হলো ‘হর্ষালি মালহোত্রা’ (Harshaali Malhotra)। যে বজরঙ্গী ভাইজানের শিশু চরিত্র ‘মুন্নি’র ভূমিকায় অভিনয় করেছিল, এবং দর্শকমনে এক আলাদাই জায়গা করে নিয়েছিলো।

Advertisements

এখন সেই ছোট্ট মুন্নী হয়ে উঠেছে যুবতী। তার যৌবনে ৮ থাকে ৮০ সকলেই পাগল! চলতি বছরে ত্রয়োদশে পদার্পণ করেছেন সেই ছোট্ট অভিনেত্রী। পড়াশোনার চাপে নিজেকে অভিনয় জীবন থেকে বেশ কিছুটা দূরে সরিয়ে নিয়েছেন তিনি। তবে সোশ্যাল মিডিয়ার পাতায় বেশ অ্যাক্টিভ সে। প্রায়শই নিত্য নতুন পোস্টের মাধ্যমে দর্শকদের নজর কাড়েন হর্ষালি।

তবে বলিপাড়ার সাথে তার যোগাযোগ বর্তমান। গত ৭ ই ডিসেম্বর মুম্বাইতে, ‘সানাম ভেঙ্কি’র প্রিমিয়ারে দেখা মিলেছিল তার। যদিও সেখানে উপস্থিত ছিলেন গুটিকয়েক তারকা, তার মধ্যেই হর্ষালি সকলেরই নজর কেড়েছিল। তার পরনে ছিলো অফ হোয়াইট রঙের সোয়েট ড্রেস, যেটি ছিলো স্টোন স্টাডেড। এর সাথে তার ডান হাতে ছিলো চুড়ি বাঁ হাতে ব্রেসলেট এবং পা-এ ব্রাউন জুতো। ক্যামেরার সামনে এসে একাধিক পোজে ছবি তুলেছে হর্ষালী, যা রীতিমতো দর্শক মহলে প্রশংসা কুড়িয়েছে।

 

View this post on Instagram

 

Shared post on

হর্ষালির এই ভিডিও সামনে আসতে অনেকই অবশ্য তার সাথে ‘রিভা’র তুলনা করেছে। যে কিছুদিন আগেই মিকা সিং-এর এক মিউজিক ভিডিওতে কাজ করেছে। তবে অনেকই হর্ষালির হয়ে জানিয়েছে, যে হর্ষালি অনুসারে ব্যবহার করে, মোটেই রিভার মতো ১২ বছরের মেয়ে হয়ে ২২ বছরের মতো ভঙ্গিমা করে না।

Advertisements