বিনোদন
অজয় দেবগনকে বিয়ে করার প্রাণপণ চেষ্টা করেছিলেন রবীনা ট্যান্ডন, আজও সেই কষ্ট রয়ে গিয়েছে অভিনেত্রীর
Advertisements

Advertisements
বলিউডের (Bollywood) অন্যতম জনপ্রিয় দুই তারকা অজয় দেবগন (Ajay Devgan) এবং কাজল (kajol),যারা বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর থেকেই সুখী দাম্পত্য জীবনের উদাহরণ দিয়ে আসছেন। তবে একসময় অজয় দেবগনের সাথে বহু অভিনেত্রীর নাম জড়িয়ে ছিল; তাদের মধ্যে অন্যতম হলেন রবীনা ট্যান্ডন (Rabina Tandan)। জানা গেছে একসময় রবীনা ট্যান্ডন এবং অজয় দেবগনের মধ্যে ঘনিষ্ঠ প্রেমের সম্পর্ক ছিল। তবে একসময় তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে, দুজন দুজনের মুখ পর্যন্ত দেখেননি।
Advertisements
বলিউডে সেই সময় কান পাতলেই রবীনা ট্যান্ডন এবং অজয় দেবগনের প্রেমের গুঞ্জন উঠতো। বিয়ে পর্যন্ত এগিয়ে গিয়েছিল তাদের সম্পর্ক! কিন্তু এরই মাঝে তৃতীয় ব্যক্তি এসে ঢুকেছিলেন। তিনি হলেন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী করিশ্মা কাপুর (Karishma kapoor)।

Advertisements