চুপিসারে বিয়ে সারলেন বিজয়-রশ্মিকা! ভাইরাল ছবি ঘিরে শোরগোল সোশ্যাল মিডিয়ায় জুড়ে

দক্ষিণ সিনেমা জগতের দুই অন্যতম জনপ্রিয় তারকা ‘বিজয় দেবেরাকোন্ডা’ (Bijay Deberakonda) ‘রশ্মিকা মন্দানা’ (Rashmika Mandana)। দুজনের জায়গাই বেশ উজ্জ্বল! বর্তমানে দক্ষিণ সিনেমা ছাড়াও বলিউডে (Bollywood) পদার্পণ করেছেন তারা। রশ্মিকাকে দেখা গেছে বলিউডের ‘গুডবাই’ সিনেমাতে, অপরদিকে বিজয়কে দেখা গেছে ‘লাইকার’ সিনেমাতে। তবে দুজনেই সেরকম সাফল্য আনতে পারেনি হিন্দি সিনেমা জগতে।
সম্প্রতি তাদের সম্পর্কে এক চাঞ্চল্যকর তথ্য সামনে এলো। শোনা যাচ্ছে দুজনের মধ্যে নাকি প্রেমের সম্পর্ক ছিল আর এবার তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন! এই নিয়েই বর্তমানে শোরগোল পড়েছে নেট দুনিয়ার পাতাতে। দুজনেরই একটি ছবি ভাইরাল (viral) হয়েছে।
ভাইরাল হওয়া ওই ছবিতে বিজয়ের পরনে দেখা গেছে সাদা রঙের শেরওয়ানি এবং রশ্মিকার পরনে সাদা রঙের লেহেঙ্গা। তবে আর বিশেষ কিছু নজরে আসেনি, এমনকি কোন অলংকারও নয়! শুধুমাত্র দুজনের গলাতেই দেখা গেছে বিয়ের পিঁড়িতে বসার মতন মালা।
View this post on Instagram
দক্ষিণ সিনেমা ‘গীতগোবিন্দ’র মাধ্যমে সর্বপ্রথম আলাপ হয় বিজয় এবং রশ্মিকার। তবে বর্তমানে তাদের মধ্যে কোন প্রেমের সম্পর্ক আছে কিনা সেই ব্যাপারে কোন সঠিক তথ্য নেই। তার মধ্যেই এই ছবিকে ঘিরে আবার গুঞ্জন উঠলো। তবে ছবিটি বেশ কিছুটা ভালো করে লক্ষ্য করলেই দেখা যায়, এটি সম্পূর্ণভাবে সুপার ইমপোজারের কারসাজি। বর্তমানে প্রযুক্তি যতই উন্নত হচ্ছে, ততই মিথ্যাচারের প্রকোপ আরো প্রকট হয়ে উঠছে! আর তারই ফল সোশ্যাল মিডিয়ায় তারকাদের এই চিত্র।