Rashmika Mandana: বয়কট হলেন রশ্মিকা মন্দানা!

দক্ষিণী সিনেমা জগতের এক অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ‘রশ্মিকা মন্দানা’ (Rashmika Mandana)। ‘পুষ্পা’ সিনেমার দ্বারা দর্শক মনে একাংশ জায়গা করে নিয়েছেন সকলের প্রিয় ‘শ্রীভল্লী’। তবে বর্তমানে এক বিতর্কে জড়িয়েছেন তিনি, যার ফলে সিনেমা জগত থেকে তার বয়কটের দাবি এসেছে। কন্নড় সিনেমা থেকে অভিনয় জীবন শুরু করলেও, সেই কন্নড় সিনেমাকেই অস্বীকার করলেন অভিনেত্রী।
View this post on Instagram
সম্প্রতী এক সাক্ষাৎকারে রশ্মিকা নিজের অভিনয় জীবনের প্রথম দিকের কথা তুলে ধরেছিলেন। সেখানে তিনি বলেছিলেন, কন্নড় সিনেমার দ্বারাই তার অভিনয় জগতে পদার্পণ। কিন্তু সেখানে একবারও রক্ষিত শেঠী (Rakkhit Shetty)র কথা উল্লেখ করেননি তিনি। তার প্রযোজনা সংস্থার সিনেমা ‘কিরিক পার্টি’র মাধ্যমে রশ্মিকা সর্বপ্রথম অভিনয় জগতে আত্মপ্রকাশ করেছিলেন। এর ফলে প্রযোজনা সংস্থার সকলেই তাকে ‘অকৃতজ্ঞ’ বলে আখ্যা দিয়েছে! এছাড়া নেটবাসীরাও ক্ষোভ উগরে দিয়েছে রশ্মিকার বিরুদ্ধে।
রক্ষিতের সাথে প্রথমে সম্পর্ক ছিল রশ্মিকার, পরবর্তীকালে তা ভেঙে যায় এবং সেই আচ যাতে তার কেরিয়ারে না পড়ে; সেই জন্যই ওই প্রযোজনার সংস্থার নাম তিনি উল্লেখ করেননি। এইসবের প্রসঙ্গে রশ্মিকা জানায়, তার বিরুদ্ধে নেতিবাচক প্রচার চালানো হচ্ছে। এমন নয় যে সকলেই তাকে পছন্দ করবে বা ভালবাসবে কিন্তু এই জাতীয় কথাগুলি তার ক্যারিয়ারের নেতিবাচক প্রভাব ফেলছে। যার কারণে সহকর্মীদের সাথে অভিনেত্রীর ভুল বোঝাবুঝি সৃষ্টি হচ্ছে, এমন কি তার পরিবার, প্রেম, সবকিছুতেই নানান কুমন্তব্য ছড়ানো হচ্ছে।
View this post on Instagram
বর্তমানে অভিনয় জীবনে পিক টাইম রশ্মিকার। বলিউডের তার অভিনীত সিনেমা ‘গুডবাই’ সেরকম সাফল্য লাভ না করলেও, ‘পুষ্পা: দ্য রুল’, ‘বরিশু’ একাধিক সিনেমা রয়েছে তার হাতে। যার শুটিং বর্তমানে কর্ণাটকে হচ্ছে। তবে নেটিজেনদের একাংশই তার এসব সিনেমাগুলোর বিরুদ্ধে স্বরব হয়েছেন। তারা জানিয়েছেন, রশ্মিকার শুটিং বন্ধ করে দেওয়া উচিত। অপরদিকে অভিনেত্রীরা বলেছেন, এগুলি তার বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে ঘটনো হচ্ছে না তো! যার ফলে কাজেও মন বসাতে পারছেন না তিনি!