×
বিনোদন

Rani Mukherjee: রাতে ঘুমোতে পারিনা: রানী মুখার্জী

Advertisements
Advertisements

বলিপাড়ার অভিনেত্রীদের মধ্যে ‘রানী মুখার্জী’ (Rani Mukherjee) হলেন একেবারেই ভিন্ন ধারার। ৯০ দশক থেকে অভিনয়ের সাথে যুক্ত রয়েছেন তিনি। এখনো পর্যন্ত তার ভিন্ন ধারার অভিনয় দর্শকদের নজরকারে আর কিছুদিনের মধ্যেই সত্য ঘটনা অবলম্বনে তৈরি ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’তে দেখা যাবে রানী মুখার্জিকে। একটি মাতৃ কেন্দ্রিক ছবি হতে চলেছে এটি।

Advertisements

এর পাশাপাশি ছবিটি টলিউডের জন্য বেশ গুরুত্বপূর্ণ কারণ এই ছবিতে দেখা যাবে টলিউড অভিনেতা ‘অনির্বাণ ভট্টাচার্য’কে। জানা যায় এই ছবির শুটিং-এর জন্য মেয়ে আদিরাকে নিয়েই রওনা দিয়েছিলেন রানী মুখার্জি। যেহেতু এটি একটি মাতৃকেন্দ্রিক ছবি তাই মেয়ের জন্মের পর তার বিভিন্ন কর্মকান্ডের কাহিনীও তিনি শোনান।

অনেকেই বলে আদিরার জন্মের পর আদিত্য চোপড়া এবং রানী মুখার্জী দুজনেরই মধ্যেই বেশ পরিবর্তন এসেছে কিন্তু রানী মুখার্জী বলেন এটি খুবই স্বাভাবিক। সন্তানের জন্মের পর যে কোন মায়েরই পরিবর্তন আসে আর সেটি এসেছে রানী মুখার্জির। সন্তানের জন্মের আগে ভালোভাবে ঘুমাতেন তিনি।

 

View this post on Instagram

 

Shared post on

Insurance coverage provided by UnitedHealthcare Insurance dítě hvězdy or its affiliates Payer Initiated Reductions. PR. Patient Responsibility. Reason. Code.

আদিরা হওয়ার পর তার ঘুম উড়ে গেছে! পাছে তার মেয়ের কোন কিছু হয়ে যায়, সেই কারণে রাতে দুই চোখের পাতা এক করতে পারেন না তিনি। রানী মুখার্জি জানান আদিরাই তার জীবনের সবথেকে বড় সম্পদ! আর সেরকমই এক মায়ের কাহিনী নিয়ে আসছে তার নতুন সিনেমা।

Advertisements