Rani Mukherjee: প্রসেনজিতকে বিয়ে করে তার বউ হতে চেয়েছিলেন রানী মুখার্জী!

জন্মসূত্রে বাঙালি হয়েও বলিউডে পা রেখেছেন অনেকেই। শুধু পা রেখেছেন বললে ভুল হবে, নিজেদের অভিনয় দিয়ে মন জয় করেছেন গোটা দেশবাসীর। তাঁদের মধ্যে অন্যতম হলেন অভিনেত্রী ‘রানী মুখার্জী’ (Rani Mukherjee)। প্রথম দিকে অবশ্য বাংলা চলচ্চিত্র জগতে বেশ ভালই নাম করেছিলেন অভিনেত্রী, কিন্তু চোখে ছিল আরও বড় হওয়ার স্বপ্ন। সেই কারণেই একটা সময় পারি দিয়েছিলেন মহানগরী মুম্বাইয়ে। আর মুম্বাই তাঁকে ফিরিয়ে দেয়নি, বরং দিয়েছে নাম যশ আর অসংখ্য ভালোবাসা।
একটা সময় ‘রানী মুখার্জী’ (Rani Mukherjee), ‘শাহরুখ খান’র (Shahrukh Khan) জুটি মানেই ছিল সুপারহিট। ‘কুছ কুছ হোতা হ্যায়’ তারই একটি ছোট্ট নিদর্শন। তবে শুধু বলিউড বাদশার সাথেই নয়, জুটি বেঁধেছিলেন ‘সলমন খান’ (Salman Khan)এবং ‘আমির খান’র (Amir Khan) সাথেও।
তবে তাঁর মনে যে টলিউড কিং বুম্বাদার জন্য মনের কোণে জায়গা ছিল সেটা হয়তো কারোরই জানা ছিল না!
সম্প্রতি কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে এসেছিলেন ‘অমিতাভ বচ্চন’ (Amitabh Bacchan)থেকে শুরু করে ‘শাহরুখ খান’ (Shahrukh Khan) সকলেই।
একই মঞ্চে ছিলেন মুখ্যমন্ত্রী ‘মমতা বন্দ্যোপাধ্যায়’ (Mamata Banerjee)এবং ‘প্রসেনজিৎ চট্টোপাধ্যায়’ (Prosenjit Chatterjee) আর রানী মুখার্জী। সেই মঞ্চে বুম্বাদা বক্তব্য রাখতে গিয়ে বলেন এক কথা।
তিনি বলেন, “আমি ছোট থেকেই রাণীকে চিনি, এখন হয়তো সে অভিনেত্রী হয়েছে কিন্তু ওঁর সাথে আমার পরিচয় অনেকদিনের। ছোটবেলায় আমার মাকে বলতো ও নাকি আমাকে বিয়ে করবে”। যা শুনে মুচকি হেসে ফেলেন মুখ্যমন্ত্রী নিজেও।