×
বিনোদন

অবশেষে অপেক্ষার অবসান! বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রনবীর-আলিয়া, ফাঁস হল বিয়ের তারিখ

Advertisements
Advertisements

Ranbir Kapoor & Alia Bhatt সাতপাকে বাঁধা পড়তে চলেছেন বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম তারকা জুটি রণবীর কাপুর ও আলিয়া ভাট। বিভিন্ন সূত্র থেকে বিভিন্ন ধরণের খবর শোনা যাচ্ছে। খুব শীঘ্রই আবার বিয়ের মরশুম শুরু হতে চলেছে। ইতি-উতি কান পাতলেই প্রচুর মানুষের বিয়ের খবর শোনা যাচ্ছে। সেই তালিকায় সাধারণ মানুষদের পাশাপাশি তারকারাও রয়েছেন। এর মধ্যেই রণবীর ও আলিয়ার বিয়ের খবরে ভক্তদের সাথে সাথে সকলেই বেশ উৎসূক হয়ে উঠেছেন।

Advertisements

বেশ কিছু সপ্তাহ আগে ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ সিনেমার প্রোমোশনের সময়ে এক সাক্ষাৎকারে আলিয়া ভাট (Alia Bhatt) জানিয়েছিলেন, তিনি ইতিমধ্যেই মনে মনে রণবীরের সঙ্গে বিবাহিত। অপরদিকে, রণবীর কাপুর (Ranbir Kapoor) একাধিক সম্পর্কে জড়ালেও কোনো সম্পর্কই পূর্ণতা লাভ করেনি। আলিয়ার সাথে রণবীরের সম্পর্ক নিয়েও প্রথম থেকেই অনেক নেতিবাচক আলোচনা হয়েছে। অবশেষে, তাঁদের বিয়ের খবর নিন্দুকদের মুখ বন্ধ করিয়ে দিয়েছে। সূত্র অনুযায়ী জানা গিয়েছে এপ্রিল মাসেই বিবাহবন্ধনে হতে চলেছেন তারকা জুটি। এর আগে কানাঘুষোয় বিভিন্ন কথা শোনা গেলেও সম্প্রতি
আলিয়ার কাকা, মহেশ ভাটের সৎ ভাই, রবিন ভাট জানিয়েছেন আগামী ১৩ এপ্রিল আলিয়ার মেহেন্দির অনুষ্ঠান হতে চলেছে। তারপরে কাপুর পরিবারের
বান্দ্রার বাড়ি ‘বাস্তু’-তে ১৪ এপ্রিল পাঞ্জাবি মতে আলিয়া ও রণবীরের বিয়ে হতে চলেছে।

গত সপ্তাহে গুঞ্জন শোনা যাচ্ছিল চেম্বুরে কাপুর পরিবারের পৈতৃক বাড়ি ‘আরকে হাউস’-তে আলিয়া-রণবীরের বিয়ের আসর বসতে চলেছে। কিন্তু রণবীরের কাকা রণধীর কাপুর এই কথা উড়িয়ে দিয়ে বলেন,”আমাদের বাড়িতেই রণবীর-আলিয়ার বিয়ের অনুষ্ঠান হচ্ছে? আমি জানি না!” বর্তমানে তিনি মুম্বইয়ে নেই ও বিয়ের কোনো খবর‌ও পাননি। তাঁর মতে,”বিয়ে হলে এত বড় খবর কেউ আমাকে নিশ্চয়ই ফোন করে জানাত।” এছাড়াও, গত শুক্রবার অর্থাৎ ৮ এপ্রিল রণবীরের মা নীতু কাপুর পাপারাৎজিদের প্রশ্নের উত্তরে বলেছেন,”ভগবান জানে ওদের বিয়ে কবে!” সরাসরি কেউ কিছু না বললেও আলিয়া ও রণবীরের

বিয়ে নিয়ে জোরদার আলোচনা শুরু হয়েছে। জানা গিয়েছে, শুধুমাত্র পরিবারের সদস্য ও কাছের বন্ধুদের উপস্থিতিতে রণবীর ও আলিয়ার নতুন জীবন শুরু হতে চলেছে, অতিথিদের তালিকায় মাত্র ৪৫০ জনের নাম রয়েছে। কিছুদিন আগেই রণবীর-আলিয়া (Ranbir Kapoor & Alia Bhatt) তাঁদের বহুপ্রতীক্ষিত সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’-এর প্রথম পর্বের শ্যুটিং সেরে ফেলেছেন। ভগবান জানে ওদের বিয়ে কবে!’’, বিয়ের জন্য আগামী ১৩ এপ্রিলের মধ্যেই রণবীর পরিচালক লাভ রঞ্জনের সিনেমার কাজ শেষ করে ফেলবেন। বিয়ের ৭-৮ দিন‌ পর থেকে তিনি সন্দীপ রেড্ডি ভঙ্গা পরিচালিত ‘অ্যানিমাল’ সিনেমার কাজে যোগ দেবেন।

Advertisements