রাজনীতিতে যোগ দিচ্ছেন ‘রানী রাসমনি’র গদাই ঠাকুর! জল্পনা তুঙ্গে

সম্প্রতি বহু অভিনেতা-অভিনেত্রীরা রাজনৈতিক শিবিরে যোগদান করেছেন। যত ভোট এগিয়ে আসছে ততই তাদের যোগদানের পর্ব বেড়ে চলেছে। এবার আবার ও রাজনৈতিক শিবিরে যোগদানের ইচ্ছে প্রকাশ করলেন সৌরভ সাহা। আমরা সকলেই প্রায় সৌরভ সাহাকে চিনি। তিনি হলেন, জি বাংলার পরিচালিত ‘রাণী রাসমণি’ র ‘গদাই ঠাকুর’। বর্তমানে তার অভিনয় দক্ষতার কারণে এই সিরিয়ালটি দর্শকদের কাছে বিশেষ জনপ্রিয়তা পেয়েছে ।
সম্প্রতি সৌরভ তার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন যেখানে তিনি বলছেন, সমাজে ও রাজনীতিতে আপনার পছন্দের মানুষ কোনজন বা কারা,কাকে বা কাদের চান আপনারা?? একজন শিল্পী বা খেলোয়াড় নাকি কোনো রংবাজ মাস্তান, কি চান আপনারা? সৌরভ এর এই প্রশ্ন কি ইঙ্গিত দিচ্ছে তা যদি ও পরিষ্কারভাবে এখনও জানা যায়নি। এই পোস্টটির মাধ্যমে তিনি নেটিজনদের মনে কৌতুহলের সৃষ্টি হয়েছে।
তবে কি তিনি এই পোস্টটি করার মাধ্যমে রাজনীতিতে যোগ দানের ইচ্ছেপ্রকাশ করলেন? যদি ও সেই বিষয় সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি এখনো। তবে তিনি বলেন, উপর মহল থেকে ডাক এসেছে তার। তিনি আরও বলেন যে, এখন শুধুই সময়ের অপেক্ষা। তবে এটাও সত্যি যে, ভোটের হাওয়া বদলের কারণবসত আমরা দেখি যে, বড়পর্দা থেকে শুরু করে ছোটোপর্দার অনেকেই দেখা যাচ্ছে রাজনৈতিক শিবিরে যোগদানের আগ্রহ বা ইচ্ছে প্রকাশ করতে।
জি বাংলা পরিচালিত করুণাময়ী রানী রাসমণি ধারাবাহিকে শ্রীরামকৃষ্ণের ভূমিকায় অভিনয় করে সৌরভ সাহা তার অভিনয় দক্ষতার মাধ্যমে এক বিশেষ জায়গা করে নিয়েছেন। এই ধারাবাহিকে শ্রীরামকৃষ্ণের চরিত্রটি তিনি তার অসাধারণ অভিনয় এর মাধ্যমে নিখুঁত ভাবে ফুটিয়ে তুলেছেন। সম্প্রতি সৌরভ সাহার এই পোস্টটি সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছে।