বছর শেষে নয়া চমক! সুখবর জানালেন রাজ- শুভশ্রী

টলি পাড়ার তারকা দম্পতিদের মধ্যে অন্যতম ‘রাজ- শুভশ্রী’ (Raj Chakraborty-Subhashree Ganguly)। তাঁদের দক্ষতা নিয়ে নতুন করে কিছু বলার নেই, এদিকে ‘রাজ চক্রবর্তী’ (Raj Chakraborty) যেমন তাঁর পরিচালকের আসনে দক্ষ অন্যদিকে ‘শুভশ্রী’ (Subhashree Ganguly) তাঁর নায়িকার ভূমিকায় পারদর্শী। আর কাজের বাইরে তাঁরা দুজনেই ছোট্ট ‘ইউভান’কে (Yuvaan) নিয়ে মেতে থাকতে পছন্দ করেন। যা কাজের ফাঁকে এই দুই তারকাকে একটু তৃপ্তি এনে দেয়।
অন্যদিকে সম্প্রতি ‘শুভশ্রী গাঙ্গুলি’ (Subhashree Ganguly) ওয়েব সিরিজে পা দিয়েছেন ‘ইন্দু বালার ভাতের হোটেল’র (Indubalar Bhater Hotel) মাধ্যমে। তবে এবার একটু অন্যরকম কিছু করার পালা।
আজ থেকে ঠিক ১০ বছর আগে ২০১৩ সালে মুক্তি পেয়েছিল ‘রাজ চক্রবর্তী’ (Raj Chakraborty) পরিচালিত সিনেমা ‘প্রলয়’(Pralay), যা বাংলা চলচ্চিত্র জগতে মাইলস্টোন হয়ে রয়েছে আজও। সম্প্রতি শোনা যাচ্ছে, ‘রাজ চক্রবর্তী’ (Raj Chakraborty) এবার হাঁটছেন ওয়েব সিরিজের পথে। আগামী কিছু দিনের মধ্যেই প্রকাশিত হতে চলেছে ‘আবার প্রলয়’, যা তাঁর জীবনের প্রথম ওটিটি কন্টেন্ট।
শুধু তাই নয়, সাথে আরও একটি ধামাকা রয়েছে। জানা গিয়েছে এই ওয়েব সিরিজে ‘রাজ চক্রবর্তী’কে (Raj Chakraborty) সাহায্য করেছেন স্ত্রী শুভশ্রী, প্রযোজনার দিকটি তিনি নিজেই সামলেছেন। অর্থাৎ আর শুধু বড় পর্দা এবং ওটিটি প্ল্যাটফর্মে অভিনয় নয়, এবার অভিনেত্রীকে দেখা যাবে প্রযোজনার কাজেও।
জি ফাইভের মাধ্যমে শীঘ্রই এই ওয়েব সিরিজটি দেখা যাবে। অভিনয়ে রয়েছেন ‘শ্বাশত চট্টোপাধ্যায়’ (Saswata Chatterjee), ‘গৌরব চট্টোপাধ্যায়’ (Gaurav Chatterjee), ‘সায়ানী ঘোষ’ (Saayoni Ghosh) এবং ‘জুন মালিয়া’ (June Maliah)। ২০১৩ সালের ‘প্রলয়ে’ দেখানো হয়েছিল ছাত্রনেতা বরুন বিশ্বাসের মৃত্যুর ঘটনা তবে এই নতুন সিরিজে সুন্দরবন অঞ্চলের কিছু ঘটনাকে তুলে ধরা হবে।