Raima Sen: পয়সাওয়ালা পাত্রকেই বিয়ে করতে চান রাইমা সেন!

মা মুনমুন সেনের মতন বাংলা সিনেমা জগতে বেশ ভালোই জাঁকিয়ে বসেছেন কন্যা ‘রাইমা সেন’ (Raima Sen)। অভিনয়ের পাশাপাশি তার ব্যক্তিগত জীবন নিয়েও সর্বদা চর্চা হয়ে থাকে দর্শক মহলে। এখনো পর্যন্ত কোনো সম্পর্কে যাননি তিনি! এক সময় এক বিবাহিত পুরুষের সাথে তার সম্পর্ক ছিল কিন্তু ওই ব্যক্তির সাথে তার স্ত্রীর বিচ্ছেদ না হওয়ায়, সে সম্পর্ক থেকে বেরিয়ে এসেছেন রাইমা সেন। প্রথমে বিয়ে করতে নারাজ থাকলেও, এবার বিয়ের জন্য পাত্র খুঁজতে ব্যস্ত হয়ে পড়েছেন তিনি।
সুচিত্রা সেনের দৌহিত্রী এবং ত্রিপুরা রাজপরিবারের বংশধর রাইমা সেন জানালেন, এবার তিনি বিয়ের জন্য পাত্র খুঁজছেন। পাত্রকে অবশ্যই ভালো মনের মানুষ হতে হবে এবং তার জীবনধারার সঙ্গে মিশে যেতে হবে। তবে সবথেকে বড় যে কথাটি তিনি জানালেন, ‘ব্যাংকে অবশ্যই টাকা থাকতে হবে’!
অনেকেই অবশ্য তার হাতের আংটি দেখে ভাবেন তিনি এনগেজ, আসলে তিনি সিঙ্গেল। বর্তমানে খুব তাড়াতাড়ি একটি ভালো বন্ধু চাইছেন তিনি। এর পাশাপাশি ভালো কাজ করারও লক্ষ্যে রয়েছেন। খুব বেছে বেছে কাজ করে রাইমা কারণ সব কাজ তার পছন্দ হয় না। সম্প্রতি ‘রক্তকরবী’ ওয়েব সিরিজের প্রচারের কাজে বেশ ব্যস্ত রয়েছেন তিনি। অনেকদিন পর আবার রাইমাকে দেখা যাবে একটি জনপ্রিয় চরিত্রে।
View this post on Instagram
যদিও রবীন্দ্রনাথের রক্তকরবীর সাথে এই সিরিজের কোন মিল নেই, শুধুমাত্র নামের মিল টুকুই বর্তমান। গল্পের মূলধারা পড়ে রাইমার পছন্দ হয়েছিল বলেই, এই সিরিজে অভিনয় করতে রাজি হয়েছেন তিনি। এই সিরিজের হাত ধরেই অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের (Vikram Bhatyacharya) সাথে তার পরিচিতি হয়েছে। এছাড়া একটি তামিল ছবিতে অভিনয় করতে চলেছেন রাইমা।