‘দিদি নাম্বার ওয়ানে’র মঞ্চে প্রশ্নের সময় থামিয়ে দেওয়া হল রচনাকে! হঠাৎ কি ঘটলো?

জি বাংলার (zee bangla) জনপ্রিয় রিয়েলিটি শো ‘দিদি নাম্বার ওয়ান’, যেখানে সঞ্চালিকার স্থানে দেখা মেলে টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়ের (Rachana Banerjee)। প্রতি দিন বিকাল পাঁচটা বাজলেই, ঘরে ঘরে শুরু হয় এই দিদি নাম্বার ওয়ান-এর অনুষ্ঠান। সারা বাংলা থেকে নানান প্রতিভাবান মেয়েরা আসে এই মঞ্চে। এর পাশাপাশি বিভিন্ন তারকাদেরও দেখা মেলে।
তবে এই সম্প্রতি এক তিক্ত অভিজ্ঞতা সম্মুখীন হলেন অভিনেত্রী ‘রচনা ব্যানার্জি’। যেখানে শো চলাকালীন তাকে প্রশ্ন করা থেকে থামিয়ে দেওয়া হল! এতদিন পর এরূপ অভিজ্ঞতা সম্মুখীন হয়তো, প্রথমবারের জন্য হলেন অভিনেত্রী।
সেদিন দিদি নাম্বার ওয়ান-এর মঞ্চে উপস্থিত ছিলেন টলি তারকা ‘শ্রীতমা ভট্টাচার্য’ (Shreetama Bhatyacharya)। এ ছাড়া ওই শো-তে উপস্থিত ছিলেন জি বাংলার আসন্ন সিরিয়ালের অন্যান্য তারকারা। যেমন; হানি বাফনা, শ্বেতা ভট্টাচার্য প্রভৃতিরা। এরপর শো চলাকালীন রচনা যখন শ্রীতমাকে প্রশ্ন করে আর ব্যাপারে জানতে চায়, তখন শ্রীতমা রচনাকে থামিয়ে বলে; “আর আমার ব্যাপারে না, এবার তুমি তোমার ব্যাপারে বল। আমি প্রশ্ন করব আর এবার বল বললেই, তুমি উত্তর দেবে”।
স্বাভাবিকভাবেই এই সম্পূর্ণ বিষয়টি বেশ মজার ছলে রচনা এবং শ্রীতমা দুজনই নিয়েছিল। ওই হাসি ঠাট্টায় অংশগ্রহণ করেছিল স্টেজে উপস্থিত অন্যান্য কলাকুশলীরাও। বেশ মজার সহিত শুটিং করা হয়েছিল ওই বিশেষ পর্বটি। নভেম্বরের ২৮ তারিখ থেকে শুরু হয়েছে এই সিরিয়ালের সম্প্রচার।