সোনালী রোদে ঠিকরে বেরোচ্ছে সৌন্দর্যের জেল্লা, নাচের তালে দর্শকদের মন কাড়লেন অভিনেত্রী রচনা ব্যানার্জি

টলিপাড়ার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ‘রচনা ব্যানার্জি’ (Rachana Banerjee)। জি বাংলার (zee bangla) জনপ্রিয় রিয়েলিটি শো ‘দিদি নম্বর ১’- এর দ্বারা বর্তমানে বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি। তবে কিছুদিন আগেই একটি মাচা শো তে বেসুরে গান গাওয়ার জন্য, ব্যাপক কটাক্ষের স্বীকার হয়েছেন অভিনেত্রী। প্রায় দুই দশক ধরে একাধিক বড় পর্দার ছবিতে অভিনয় করেছেন তিনি।
সম্প্রতি তার একটি পোস্টের মাধ্যমে নেটিজেনদের কাছে প্রশংসিত হয়েছেন তিনি। বলা বহুল্য তাকে ম দেখলেই মনে হয় তার বয়স যেনো কমছে ক্রমশ! যেকোনো যুবতীর সৌন্দর্য্যকেও হার মানাবে সে।
সম্প্রতি তাকে দেখা গেছে সুন্দর পোশাকে জানলার পাশে দাড়িয়ে, ‘বারে আচ্ছে লাগতে হ্যায়’ গানে ঠোঁট মেলাতে। জানলা থেকে আসা রোদ ঝলমলে দিনের আলোতে আরও বেশী সুন্দরী লাগছিল তাকে!
View this post on Instagram
স্বাভাবিকভাবেই ভিডিওটি অধিক জনপ্রিয়তা পেয়েছে নেটমাধ্যমে। কেউ বলেছে “খুব সুন্দর”, কেউ বা “লাভ ইমজি” দিয়েছে। আবার কেউ বলেছে “বয়সের সাথে সাথে তার সৌন্দর্য্যও বাড়ছে”!