×
বিনোদন

৫০ পেরিয়েও কমেনি রূপের জেল্লা, যৌবন ধরে রাখতে প্রতিদিন এই কাজটি করেন রচনা ব্যানার্জি

Advertisements
Advertisements

৯০এর দশকের বাংলা চলচ্চিত্র জগতের অভিনেত্রীদের মধ্যে অন্যতম চর্চিত অভিনেত্রী হলেন ‘রচনা বন্দ্যোপাধ্যায়’ (Rachana Banerjee)। তাঁর সাবলীল অভিনয় ক্ষমতা দিয়ে তিনি নজর কেড়েছেন সকলের। শুধু বাংলা সিনেমা জগৎ নয়, পাশাপাশি দক্ষিণী এবং হিন্দি চলচ্চিত্র জগতেও সমান দক্ষতার সাথে কাজ করে দিয়েছেন অভিনেত্রী। বাংলা চলচ্চিত্র জগতে ‘মিঠুন চক্রবর্তী’ (Mithun Chakraborty)এবং ‘প্রসেনজিৎ চট্টোপাধ্যায়’র (Prasenjeet Chatterjee)সাথে করেছেন বহু কাজ।

Advertisements

অন্যদিকে ‘অমিতাভ বচ্চন’র (Amitabh Bacchan) সাথেও সিনেমায় দেখা গিয়েছে এই বঙ্গ অভিনেত্রীকে। তবে সম্প্রতি আর বড়ো পর্দায় সেইভাবে নায়িকার ভূমিকায় দেখা যায় না তাঁকে কিন্তু তাও তাঁর রূপের জেল্লা এখনও বিন্দুমাত্র কমেনি। তাঁর রূপ দেখে বোঝার উপায় নেই যে, তিনি আর কিছু দিন পরেই বয়সে হাফ সেঞ্চুরি করবেন। যেমন রূপের ঝলক ঠিক তেমনই ফিট শরীর।

তাঁর কাছে এখনও অল্প বয়সী অভিনেত্রীরা নেহাতই শিশু। বর্তমানে বড়ো পর্দায় দেখা না গেলেও, জি বাংলার জনপ্রিয় রিয়্যালিটি শো দিদি নং ওয়ানের মঞ্চে সঞ্চালিকার দায়িত্ব সামলান অভিনেত্রী আর এই শো তাঁকে দিয়েছে দিদির সন্মান!

তবে এই রূপের পেছনে কোন গোপন রহস্য রয়েছে তা জানলে কিন্তু অবাক হবেন আপনিও। একটি সাক্ষাৎকারে রচনা ব্যানার্জি নিজেই জানিয়েছেন সে কথা। তাঁর কথায়, ‘ আমি প্রতিদিন প্রায় ৩ লিটার জল খায়, যা আমার ত্বককে উজ্জ্বল রাখে’। শুধু তাই নয়, অভিনেত্রী নিয়ম করে ব্যায়াম করেন, পাশাপাশি ডায়েট তো আছেই।

Advertisements