×
বিনোদন

শাড়ি ছেড়ে ট্রান্সপারেন্ট পোশাকে ভক্তদের নজর কাড়লেন রচনা বন্দ্যোপাধ্যায়

Advertisements
Advertisements

বাংলায় ইন্ডাস্ট্রির ‘দিদি’ বলে যাকে আখ্যায়িত্বে দেওয়া হয়, তিনি হলেন ‘রচনা বন্দ্যোপাধ্যায়’ (Rachana Bandyopadhyay)। প্রায় ৯০ দশক থেকে বাংলা, ওড়িয়া, সাউথের একাধিক সিনেমার মাধ্যমে বেশ ভালই পরিচিতি তৈরি করেছেন তিনি। তবে তাকে অধিক পরিচিতি দিয়েছে ‘দিদি নাম্বার ওয়ান’- এর সঞ্চালিকার পদ। এই শোয়ের মাধ্যমে তিনি জনপ্রিয়তা কুরিয়ে যাচ্ছেন এখনো।

Advertisements

তবে রিয়ালিটি শোয়ের পাশাপাশি ‘রচনা’স ক্রিয়েশন’ নামে একটি শাড়ির ব্র্যান্ড খুলেছেন তিনি। নানান ধরনের পোশাক নিয়ে তিনি লাইভে আসেন এবং তার সেই পোশাক যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছেন। প্রায় দেড় বছর আগে এই ব্যবসা শুরু করেছিলেন। বর্তমানে দুবাই পর্যন্ত পৌঁছে গেছে তার এই ব্যবসা রমরমা।

এইসবের পাশাপাশি সোশ্যাল মিডিয়ার পাতাতেও বেশ অ্যাক্টিভ অভিনেত্রী। প্রায়শই নিত্যনতুন লুকে তিনি হাজির হন দর্শকদের সামনে। এবার শাড়ি ছাড়া ভিন্ন লুকে হাজির হলেন তিনি। তার পরনে ছিল সাদা ও হলুদ এমব্রয়ডারির একটি ট্রান্সপারেন্ট টপ।

 

View this post on Instagram

 

Shared post on

Insurance coverage provided by UnitedHealthcare Insurance dítě hvězdy or its affiliates Payer Initiated Reductions. PR. Patient Responsibility. Reason. Code.

হাইনেকের টপটির কলার জুড়ে ছিল সোনালী রঙের নানান কারুকার্য। টপটি ছিল স্লিপলেস। এর সাথে হলুদ রঙের শিফনের লং স্কার্ট পরেছিলেন তিনি। চুল ছিল পলিটল করে বাঁধা, মুখে ছিল উজ্জ্বল মেকআপ এবং ঠোঁটে মেরুন রঙের লিপস্টিক। ছবিগুলির সাথে ক্যাপশন দিয়েছিলেন “কখনও একবার”!

Advertisements