Puja Banerjee : অভিনয় ছেড়ে গাছের আড়ালে কি করলেন অভিনেত্রী পূজা ব্যানার্জি!

টলি পাড়ার জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে ‘পূজা ব্যানার্জি’ (Puja Banerjee) হলেন অন্যতম। টলিউড বললে ভুল হবে, বলিউডেও তার অভিনয় দক্ষতার প্রমাণ পেয়েছে সকলে। তবে সম্প্রতি সবুজ গাছের ফাঁকে তার বিশেষ কিছু মুহূর্ত দেখে, চমকিত হলেন সাইবার বাসীরা। রীতিমতো ভাইরাল হয়ে উঠেছে তার সেই ফটো ।
করোনা কালীন পরিস্থিতিতে পূজা বিয়ে করেছিলেন বলিউড অভিনেতা কুণাল বর্মাকে। এরপরে মা পুত্র সন্তানের। যদি সে যে মা হয়েছে, তা বোঝার অন্ত নেই! ফিগার নিয়ে বরাবরই বেশ সংযত অভিনেত্রী। যে কোন ওয়েস্টার্ন পোশাকে সকলকে তাক লাগিয়ে দেন তিনি আর এবার সবুজ গাছের মাঝে সবুজ বিকিনি পরে তাকে দেখা গেছে।
এর সাথে মুখে হালকা মেকআপ করেছিলেন অভিনেত্রী। মাথায় আঁটোসাঁটো করে বেঁধেছিলেন চুল। ঠোঁটে ছিল নিউড লিপস্টিক আর চোখে গাঢ় কালো কাজল। স্বাভাবিকভাবেই অভিনেত্রীকে এই লুকে দেখে সকলেই প্রশংসা জানিয়েছে।
হালকা কচি কলাপাতা রংটি তার ওপর ভীষণভাবে মানাচ্ছিলো, তা আর বলার অপেক্ষা রাখেনা। এর সাথেই তার উন্মুক্ত ক্লিভেজ আরো সুন্দর করে তুলেছিল ছবিটিকে। অনেকেই নানান মন্তব্যের মাধ্যমে প্রশংসা জানিয়েছেন।
View this post on Instagram
Charters: charters@stgshuttle.com (For private groups and sports events). Phone: (435) 865-7076. Fax: (435)628-9779. embed youtube generator.