×
বিনোদন

বড়দিনে সান্তাকে মাঝে রেখে ছেলে মিশুকের সঙ্গে দুর্দান্ত নাচ প্রসেনজিতের

Advertisements
Advertisements

টলিউড ইন্ডাস্ট্রির গডফাদার হলেন ‘প্রসেনজিৎ চট্টোপাধ্যায়’ (Prasenjit Chattopadhyay)। প্রায় তিন দশক ধরে দর্শকদের বিনোদন জোগাচ্ছেন তিনি। নানান হিট সিনেমার মাধ্যমে বর্তমানে টলিউডের এভারগ্রীন নায়ক হয়ে উঠেছেন তিনি। প্রায়শই ব্যক্তিগত জীবন নিয়েও ভাইরাল হয়ে ওঠেন অভিনেতা, তাকে বাংলা ইন্ডাস্ট্রির বিতর্কিত চরিত্র বলেও ধরা যেতে পারে।

Advertisements

প্রসেনজিতের পাশাপাশি তার ছেলে তৃষাণজিতও বেশ জনপ্রিয় সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রায়শই বাবা-ছেলেকে একসাথে দেখা যায় নেটদুনিয়ার ফ্রেমে। এবার বড়দিনের মরসুমে আবারো দেখা মিলল তাদের দুজনের একসাথে। বড়দিন উপলক্ষে সকলেরই এক আনন্দ মুখরিত সাজো সাজো রব থাকে, তাই প্রসেনজিৎ তার একমাত্র ছেলে ‘মিশুক’কে নিয়ে মেতে উঠেছেন বড়দিনের অনুষ্ঠানে। সেই ছবি তার অনুরাগীদের সাথে ভাগ করে নিয়েছেন ইনস্টাগ্রামের পাতায়।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা গেছে, একটি সান্টাক্লজকে নাচতে আর তার দুদিকে রয়েছে প্রসেনজিৎ ও তার ছেলে তৃসানজিৎ। এর সাথে ব্যাকগ্রাউন্ড সেজে উঠেছে হরেক রকম আলোতে। বাবা-ছেলে দুজনের মাথার রয়েছে সান্টাক্লজের মতো লাল টুপি। সান্টাক্লজের বাজানো স্যাক্সোফোনের তহলে নেচে উঠছে মিশুক ও তার বাবা।

 

View this post on Instagram

 

Shared post on

স্বাভাবিকভাবেই বাবা-ছেলের এত সুন্দর একটি মিষ্টি ভিডিও বেশ জনপ্রিয়তা পেয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। এমনিতেও প্রসেনজিৎ-এর ছেলে তৃষাণজিতও, সাইবারবাসীদের কাছে এক চর্চার বিষয়। বর্তমানে লন্ডনে পড়াশোনা করছে সে, এর পাশাপাশি ভারতীয় দলের হয়ে ফুটবল খেলতে চাই ভবিষ্যতে মিশুক।

Advertisements