×
বিনোদন

প্রসেনজিতের ফিরিয়ে দেওয়া সিনেমার প্রস্তাব লুফে নিয়ে আজ সালমান সুপারস্টার, আর পেছন ফিরে তাকাতে হয়নি ভাইজানকে

Advertisements
Advertisements

টলিউডের (tollywood) জনপ্রিয় অভিনেতা ‘প্রসেনজিৎ চট্টোপাধ্যায়’ (prasenjit Chattopadhyay), ন’-এর দশক থেকে রাজ করছেন তিনি বাংলা ইন্ডাস্ট্রিতে। অপর দিকে বলিউডের (bollywood) ভাইজান হিসেবে আখ্যা পান ‘সালমান খান’ (salman khan); এখনো পর্যন্ত যার সব সিনেমাই হিট। তবে সালমান খানের এত নাম, যশ, খ্যাতির উৎস কিন্তু টলিউডের প্রসেনজিৎ চট্টোপাধ্যায়! এমনই এক ভয়াবহ অতীতের তথ্য উঠে এলো সকলের সামনে। টলিউড এবং বলিউডের যোগসূত্র হিসেবে, প্রসেনজিৎ এবং সালমান খানের এমন ঘটনা অবাক করছে সকলকে।

Advertisements


‘প্রসেনজিৎ চট্টোপাধ্যায়’ একটি সাক্ষাৎকারে জানান, “সালমান খানের এত জনপ্রিয়তার মূলে রয়েছেন তিনি”! তার এমন মন্তব্য শুনে অবাক হয়ে গেলেও, এর পিছনের কাহিনীও ভেঙে বলেছেন অভিনেতা। তিনি জানান সেই সময় বাংলা ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ ছাড়া প্রায় অন্ধ ছিল, একের পর এক হিট সিনেমার দ্বারা ‘বাংলা ইন্ডাস্ট্রি মানেই প্রসেনজিৎ’ তা বুঝে গিয়েছিল দর্শকেরা। ঠিক সেই সময় বলিউড থেকে দুটি সিনেমা করার জন্য প্রস্তাব পেয়েছিলেন তিনি কিন্তু টলিউড ছেড়ে কখনোই যেতে চাননি, সকলের প্রিয় বুম্বাদা। এই দুই সিনেমার নাম শুনলে চমকে উঠবে দর্শকেরা!

‘সজন’ ও ‘ম্যায়নে প্যার কিয়া’ এই দুই সিনেমা করার প্রস্তাব এসেছিল বুম্বাদার কাছে কিন্তু সেই প্রস্তাব তিনি ফিরিয়ে দিয়েছিলেন। সেই সময় বলিউডে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে লড়াই চালিয়ে যাচ্ছিলেন ‘সালমান খান’; তার কাছে এই দুটি সিনেমার প্রস্তাব আসতেই, তিনি রাজি হয়ে যান। এই দুই হিট সিনেমার মাধ্যমে সালমান খান, তার অভিনয় জীবন সর্বপ্রথম সাফল্যের মুখ দেখেছিল তা বলা বাহুল্য। এরপরে আর ঘুরে দাঁড়াতে হয়নি অভিনেতাকে, তাই আজকের ‘ভাইজান’ হয়ে ওঠার পিছনে প্রসেনজিতের অবদান সত্যিই স্বীকার করার মতো।

Advertisements