×
বিনোদন

বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির শিয়াল হলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, প্রকাশ্যে মন্তব্য করলেন রচনা ব্যানার্জীর

Advertisements
Advertisements

টলিপাড়ার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ‘রচনা ব্যানার্জি’ (Rachana Banerjee)। ৯০ দশক থেকে শুরু করে বর্তমান সময়কাল পর্যন্ত, তার অভিনয় দক্ষতার মাধ্যমে এভারগ্রীন অভিনেত্রী হয়ে উঠেছেন তিনি। বাংলা ভাষা ছাড়া ওড়িশি এবং দক্ষিণ সিনেমাতে অভিনয় কাজ করেছেন। বর্তমানে অবশ্য যুক্ত হয়েছেন জি বাংলার অন্যতম জনপ্রিয় রিয়েলিটি শো ‘দিদি নাম্বার ওয়ান’-এর সাথে। ১০ বছর ধরে এই রিয়েলিটি শো-এর সঞ্চালনার কাজ করছেন তিনি।

Advertisements

বলা বাহুল্য অভিনয়ের থেকে বেশি তাকে এই রিয়ালিটি শো অধিক জনপ্রিয়তা এনে দিয়েছে। গোটা রাজ্যজুড়ে নানান মানুষ এই খেলার মঞ্চে অংশগ্রহণ করেন, শুধুমাত্র অভিনেত্রীকে এক ঝলক দেখবার জন্য। একসময় টলিউডের জনপ্রিয় জুটি ছিলেন ‘রচনা ব্যানার্জি’ এবং ‘প্রসেনজিৎ চট্টোপাধ্যায়’ (Prasenjit Chattopadhyay)। তাদের দুজনের মিলিত সিনেমা মানেই তা সুপারহিট, বলা বাহুল্য! কিছুদিন আগে জি বাংলার টক শো অপুর সংসারে এসে প্রসেনজিৎ-এর সম্পর্কে নানান কথা তুলে ধরলেন অভিনেত্রী।

২০১৭ সালে ‘শাশ্বত চট্টোপাধ্যায়’ (saswata Chattopadhyay) সঞ্চালিত এই টকশোতে উপস্থিত হয়েছিলেন অভিনেত্রী রচনা ব্যানার্জি। সেখানে এসে তিনি বলেছিলেন প্রসেনজিৎ অর্থাৎ বুম্বাদার সাথে ৩৫ টা ছবি করেছেন তিনি। তবে একবারের জন্যও তার সঙ্গে প্রেম করেনি প্রসেনজিৎ! রচনা সুন্দর দেখতে, রোমান্টিক মানুষ, হতেই পারতো প্রেম। তবে তা করা বা প্রেমের কথা বলা তো দূর, ওই সিনেমাতে নায়ক-নায়িকা হয়ে তাদের দিন কেটে গেছে।

এছাড়া ‘যিশু সেনগুপ্ত’ এবং শাশ্বত চট্টোপাধ্যায়কে বেশ কিছু কথা বলেছিলেন অভিনেত্রী। শাশ্বত রচনার কাছে জানতে চেয়েছিল, টলিউডে কাকে শিয়াল, কাকে গাধা এবং কাকে মুরগির সাথে তুলনা করবেন তিনি। রচনা সর্বপ্রথম বলেন, শিয়াল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কেই বলা হবে; তিনি অত্যন্ত চালাক মানুষ। এর পরে গাধা হলেও যীশুর কারণ বর্তমানে সে অভিনয় জগতে যে সাফল্য লাভ করেছে, তা সে অনেক আগেই করতে পারতো। এরপর শাশ্বতকে ‘দেশি মুরগি’ বলেছিল রচনা ব্যানার্জি। যার ফলে এই ভিডিওটির রীতিমতো ভাইরাল হয় উঠেছিল সোশ্যাল মিডিয়ায়।

Advertisements