প্রিয়াঙ্কার অন্তর্বাস দেখতে চেয়েছিল প্রযোজক! রক্ষা করেছিলেন সালমান খান, মুখ খুললেন অভিনেত্রী

বলিপাড়ার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ‘প্রিয়াঙ্কা চোপড়া’ (Priyanka Chopra) । ২০০২ সালে ‘মিস ওয়ার্ল্ড’ হওয়ার পরেই বলিউডের পদার্পণ করেন তিনি। ‘দ্য হিরো’ ছবির মাধ্যমে সর্বপ্রথম তার অভিনয় জীবন শুরু, এরপর একের পর এক হিট সিনেমা দর্শকের উপহার দিয়ে গেছেন তিনি। বর্তমানে অবশ্য তার ব্যক্তিগত জীবন নিয়েও বেশ কাঁটাছেঁড়া হয়, কারণ নিজের থেকেই প্রায় ১০ বছরের ছোট, মার্কিন পপ গায়ক নিক জোনসকে তিনি বিয়ে করেছেন।
তবে চলতি বছরটা তার জন্য এক বিশেষ উপহার এনে দিয়েছে। এই বছরই ২২শে জানুয়ারি সারোগেসির মাধ্যমে কন্যা সন্তানের মা হন প্রিয়াঙ্কা চোপড়া। বর্তমানে নিকের সাথে বিদেশে গ্রীন কার্ড করিয়ে, সেখানেই পাকাপাকিভাবে আস্তানা গেড়েছেন। এখন বলিউড ছাড়িয়ে তার মূল লক্ষ্য হলিউড হয়ে দাঁড়িয়েছে।
সম্প্রতি এই অভিনেত্রীর বলিউডে অভিনয় করাকালীন কিছু ডার্ক সাইটের স্মৃতি উঠে এলো সোশ্যাল মিডিয়ার পাতায়। সকলেই জানে অভিনয় জীবনের পদার্পণ করলেই, ভালো-খারাপ নানা স্মৃতি মাখা মুহূর্ত অতিক্রম করতে হয়। ঠিক এরকমই কিছু পরিস্থিতির শিকার হয়েছিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াও; এবার সেই স্মৃতি ভাগ করে নিলেন সকলের সাথে। প্রিয়াঙ্কা জানিয়েছেন যে, এক প্রযোজক নাকি তার অন্তর্বাসন দেখতে চেয়েছিল!
প্রিয়াঙ্কা যখন সদ্য অভিনয় জীবনে পদার্পণ করেন, তখন এই ঘটনা ঘটে। একটি গানের শুটিং করার জন্য এক পরিচালকের সাথে তার কথা হয়েছিল। সেই সময় প্রযোজক মধ্যস্থতা করে বলেছিলেন, “অন্তর্বাস দেখাতে হবে না, না হলে দর্শকেরা আসবেনা সিনেমা দেখতে”! এই কথা শুনে প্রিয়াঙ্কা, সে ওই দৃশ্যটি করতে নারাজ থাকলে বেশ অসন্তুষ্ট হয়েছিল প্রযোজক । তবে সেই সময় তার ঢাল হয়ে দাঁড়িয়েছিল ‘সালমান খান’ (Salman khan), ওই প্রযোজকের নোংরা প্রস্তাবের তীব্র প্রতিবাদ করেছিলেন তিনি। সেই সময়ে সালমানের সাহায্যের কথা, বারবার মনে করিয়ে দেন অভিনেত্রী।