সেই ছোট্ট ‘পটল’ এখন পরিণত মডেল, পুরো চেহারাই বদলে গেছে তার, দেখে অসম্ভব চেনা

স্টার জলসার (star jalsha) জনপ্রিয় ধারাবাহিক ছিল “পটল কুমার গানওয়ালা”, যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করা কিশোরীটি মন কেটেছিল দর্শকদের। সেই ছোট্ট স্নিগ্ধ পটল অর্থাৎ হিয়া দে ( Hiya dey), বেশ বড় হয়ে উঠেছে। ছোট্ট পটলের মত সরলতা আর তার চোখে, মুখে ছাপ ফেলে না।
View this post on Instagram
বড় হয়ে ওঠার সাথে সাথে বেশ পরিণত ছবি এবং ভিডিও সে আপলোড (upload) করে নিজের ইনস্টাগ্রামে। সেখানে তাকে দেখলেই বোঝা যায়, কতটা পরিপক্ক হয়েছে সে। পটল কুমারে অভিনয় করা 6-7 বছরের বাচ্চা এখন অভিনয় করেছে নির্ভয়ার মতো বাস্তববাদী সিনেমার পরিণত একটি চরিত্রে। শুধু পটল কুমার নয় এগুলি ছাড়াও এর আগে আলোছায়া এবং ফেলনাতে অভিনয় করেছে হিয়া। ফলে টিভির পর্দায় দেখা ছোট্ট পটলের সাথে দর্শকরা গুলিয়ে ফেলছে পরিণত হিয়াকে।
View this post on Instagram
ইনস্টাগ্রামে (Instagram) পোস্ট করা ভিডিও এবং ফটোতে বেশ হট (Hot) লুকেই ধরা দেয় এই বয়সেই সে। এর জন্য লাফিয়ে বাড়ছে তার সোশ্যাল মিডিয়াতে ফলোয়ারের সংখ্যা। কেউবা তার রিল (reels) এবং ফটো দেখে প্রশংসা করে, কেউবা আবার মুখ ফিরিয়ে নেয়, এত অল্প বয়সে পরিণত ভিডিও (video) দেওয়ার জন্য। অনেক বিরূপ মন্তব্যের শিকার হয় সেই ছোট্ট পটল।
View this post on Instagram
তবে কোন কিছুতেই দমে যাওয়ার মত সে নয়, বাস্তবে সেই বড়ই চঞ্চল। কারোর কোন কথাতেই তোয়াক্কা না করে, নিজের মত পোস্ট করতে থাকে তার নিজের অ্যাকাউন্টে। অনেকেই তাকে অবশ্য পেকে গেছে বলে কমেন্ট করে, কেউবা আবার বলে পড়াশোনায় মন দিতে। বহুবার ট্রোলও (Troll) করা হয়েছে তাকে।