×
বিনোদন

পটল আর নেই ছোট! নিজের জন্মদিনের উদ্দাম পার্টিতে মাতলো অভিনেত্রী হিয়া, ভাইরাল ভিডিও

Advertisements
Advertisements

জি বাংলার (zee bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘পটল কুমার গানওয়ালা’র মাধ্যমে সিরিয়ালের মুখ্য চরিত্র ‘পটল’ ওরফে হিয়া দে (Hiya Dey), অধিক জনপ্রিয়তা পেয়েছে দর্শকদের কাছে। এখনো পর্যন্ত দর্শক-মনে রয়ে গেছে সে। স্টার জলসার (star jalsha) সিরিয়ালের মাধ্যমে ‘ছোট্ট পটল’কে সকলেরই মনে থেকে গেছে।

Advertisements

 

View this post on Instagram

 

Shared post on

তবে ‘ছোট্ট পটল’ আর আগের মত ছোট নেই! তার নিত্য নতুন লাইফ স্টাইলে বেশ উন্নত দেখায় তাকে।‘পটল কুমার গানওয়ালা’ শেষ হওয়ার পর জি বাংলার (zee bangla) ‘আলো ছায়া’ ধারাবাহিক দেখা গিয়েছিল তাকে। এরপরে বড় পর্দায় ‘নির্ভয়া’ নামক একটি সিনেমা করে সে।

তবে এইসবের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও বেশ অ্যাক্টিভ হিয়া, প্রায়শই বিভিন্ন ফটো এবং রিলসের মাধ্যমে নেট দুনিয়ায় চর্চার কেন্দ্রবিন্দুতে আসে সে। অনেকে হিয়ার উন্নত লাইফ স্টাইল দেখে, তাকে ‘পাকা পটল’ বলে আখ্যা দেয়! এমনকি তার বড়দের মতো সাজ পোশাকেও অনেকেই আপত্তি জানায়। তবে এইসবে খুব একটা পাত্তা না হিয়া, সে নিজের মতো করেই জীবন-যাপন করে।

 

View this post on Instagram

 

Shared post on

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তার ১৪ বছরের জন্মদিনের উদযাপনের বেশ কিছু মুহূর্ত, সকলের সাথে ভাগ করে নিল হিয়া। সকলের প্রিয় ছোট্ট পটল এখন বড় হয়ে উঠেছে, ১৪ বছরের কিশোরী সে। ১৪ বছরের জন্মদিনে একটি থাইস্লিট পোশাক পরে, বন্ধু-বান্ধব পরিবারের সাথে জন্মদিন সেলিব্রেট করতে দেখা গেছে তাকে। এমনকি ভিডিওর মাধ্যমে কেক কাটার মুহূর্ত তুলে ধরেছিল সে। নেটবাসীরা বহু কটাক্ষের মাঝেও তাকে জন্মদিনের শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে।

Advertisements