Wednesday, December 1, 2021

সম্প্রতি গর্ভ ভাড়া দিতে চলেছেন বিশ্ব সুন্দরী ঐশ্বর্য রাই বচ্চন

বলিউডের সবথেকে স্বনামধন্য পরিবার বলতে বচ্চন পরিবারের কথাই সবার আগে মাথায় আসে। আর সেই বচ্চন পরিবারের একমাত্র পুত্রবধূ ঐশ্বর্য রাই বচ্চন। আর সেই ঐশ্বর্যই নাকি গর্ভ ভাড়া দিতে যাচ্ছেন! বর্তমানে গর্ভ ভাড়া অর্থাৎ সারোগেসি কোন নতুন পদ্ধতি নয়। এর মাধ্যমে বলিউডের অনেক জনপ্রিয় তারকা সন্তানের বাবা মা হতে পেরেছেন। উদাহরণস্বরূপ করণ জোহর এই সার্জারির মাধ্যমে দুই সন্তানের অভিভাবক হয়েছে। এছাড়াও এই লিস্টে রয়েছে তুষার কাপুর, শাহরুখ খান সহ আরো অনেকে। আর এবার সারোগেসির দ্বারা মা হতে চলেছেন ঐশ্বর্য। তবে রিয়েল লাইফে নয় বরং রিল লাইফে।

খুব শীঘ্রই সিনেমার পর্দায় ঐশ্বর্যকে একজন সারোগেট মাদারের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। জানা গেছে, সম্প্রতি এমনই একটি ছবির চরিত্রের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ঐশ্বর্য। ছবিটির নাম ‘জেসমিন’। বাস্তব ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে লেখা হয়েছে ‘জেসমিন’ ছবিটির কাহিনী। ঘটনাটি ঘটেছিল গুজরাটের পুসকারে। ‘জেসমিন’ চলচ্চিত্রটি এমন একজন নারীর গল্প বলবে, যিনি গর্ভ ভাড়া দিয়ে তার সন্তানের প্রতি মায়ায় জড়িয়ে পড়বেন।

একটি সংবাদমাধ্যমে খবরে জানানো হয়েছিল, জাসমিন সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ঐশ্বর্যকে। ছবিটি যৌথ ভাবে পরিচালনা করছেন টয়লেট : এক প্রেমকথা’ খ্যাত পরিচালক নারায়ণ সিং ও প্রেরণা আরোরা। ছবির পরিচালক নারায়ণ সিং ছবিটির বিষয়ে সংবাদমাধ্যমকে জানান, ‘এটি আসলে সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত একটি চলচ্চিত্র। গুজরাটে একজন নারী ছিলেন, যার কোনো সন্তান ছিল না। আর সেই মহিলা অন্যের জন্য নিজের গর্ভ ভাড়া দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু একপর্যায়ে তিনি সেই সন্তানের মায়ায় জড়িয়ে পড়েন এবং ভাড়া নেওয়া ব্যক্তির কাছে তার সন্তান ফেরত দিতে অস্বীকার করেন।

যদিও এই ছবির বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। বলি পাড়ায় গুঞ্জন, প্রেরণা আরোরার আরও একটি ছবিতে অভিনয় করতে চলেছেন ঐশ্বর্য। ১৯৬১ সালে মুক্তি পাওয়া ক্ল্যাসিক থ্রিলার ‘রাত অর দিন’-এর প্রয়াত অভিনেত্রী নার্গিস দত্তের চরিত্রে অভিনয় করতে দেখা যেতে পারে ঐশ্বর্যকে।

⚡ Trending News

আরও পড়ুন