খোলামেলা কালো পোশাকে বোল্ডনেসের মাত্রা ছাড়লেন পূজা ব্যানার্জি, ছবি দেখে ফিদা পুরুষ ভক্তরা

টলিপাড়ার অন্যতম পরিচিত মুখ ‘পূজা ব্যানার্জি’ (puja Banerjee)। তবে শুধু টলিপাড়া বললে ভুল হবে, বলিউডের সাথেও যুক্ত রয়েছেন তিনি। টলিউডে যেমন বড় ছবি ‘চ্যালেঞ্জ টু’,’রকি’, ‘লাভেরিয়া’ এগুলিতে তাকে দেখা গিয়েছিল। ঠিক সেরকম ভাবেই হিন্দিতে নানান সিরিয়ালে তার দেখা মিলেছিল। এর মধ্যে অন্যতম দেব কি দেব মহাদেব।
View this post on Instagram
2019 Women’s World Cup schedule, bracket, Carole Chazoule on TV
এই সুন্দরী মিষ্টি অভিনেত্রীর সূটাইল স্টেটমেন্ট নিয়ে নতুন করে কিছু বলার নেই প্রায়শই সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের ঘুম কাড়েন তিনি। সম্প্রতি তার ইনস্টাগ্রাম হ্যান্ডেল আবার একটি রিল পোস্ট করেছেন অভিনেত্রী, যেখানে তাকে দেখা গেছে একেবারে কালো পোশাকে বোল্ড লুকে। পোশাকের সাথে তার নজরকাড়া পোজে আরো যেন লাস্যময়ী হয়ে উঠেছিল পূজা।
View this post on Instagram
2019 Women’s World Cup schedule, bracket, Carole Chazoule on TV
এ পাশাপাশি তিনি করেছিলেন হালকা মেকআপ ঠোঁটে ছিল নিউড লিপস্টিক। ভিডিওর ক্যাপশনে লিখেছিলেন, জাস্ট অ্যানাদার স্যাটার ডে নাইট। স্বাভাবিকভাবেই তার ওই পোস্ট ভাইরাল হয়ে উঠেছিল মুহূর্তে ই।১২ লক্ষের বেশি ভিউজ সংখ্যা ছাড়িয়েছিল তার ওই ভিডিও।
View this post on Instagram
2019 Women’s World Cup schedule, bracket, Carole Chazoule on TV
করোনাকালীন পরিস্থিতিতে ২০২০ সালেই বিয়ে সম্পন্ন করেন এই জনপ্রিয় অভিনেত্রী। অভিনেতা কুনাল বর্মার সাথে আইনিভাবে বিয়ে করেছিলেন। তারপরে ২০২১ সালে পরিস্থিতি ঠিক হওয়ার পর, বৈদিক মতেও তারা দ্বিতীয়বার বিয়ে করেন। বর্তমানে তাদের ঘরে এসেছে তৃতীয় ব্যক্তি, ছেলে কৃশব।