আজকাল মানুষ বেশি জাজমেন্টাল: শ্রাবন্তী চ্যাটার্জি

টলিউডের অন্যতম চর্চিত অভিনেত্রী ‘শ্রাবন্তী চট্টোপাধ্যায়’ (Shrabanti Chatterjee)। তার ব্যক্তিগত জীবন নিয়ে সর্বদাই কাটাছেঁড়া হয়ে থাকে দর্শক মহলে। তবে অভিনেত্রী হিসেবে কিন্তু তিনি সফল! অনেক ছোট বয়সেই অভিনয় জীবনে পদার্পণ করেছিলেন, এরপর দর্শকদের উপহার দিয়েছেন একের পর এক হিট সিনেমা। তবুও এইসবের পরেও তার ব্যক্তিগত জীবন নিয়ে অধিক আগ্রহী হয়ে থাকে অনুরাগী মহল।
যদিও বর্তমানে সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি নিয়ে বেশ ব্যস্ত রয়েছেন অভিনেত্রী। গত ২০ শে জানুয়ারি মুক্তি পেয়েছে কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত, ‘কাবেরীর অন্তর্ধান’। এই ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন শ্রাবন্তী। তার সাথে কাজ করেছেন ‘প্রসেনজিৎ চট্টোপাধ্যায়’। প্রায় ২৫ বছর পর আবারও তাদের একসাথে বড় পর্দায় দেখা গেছে। এর আগে ‘মায়ার বাঁধন’ ছবিতে প্রসেনজিৎ-এর মেয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন শ্রাবন্তী।
সদ্য শেষ হয়েছে এই ছবির কাজ, এরপর থেকেই ছবির জন্য নানার সময়ে ক্যামেরার মুখোমুখি হয়েছে অভিনেত্রী শ্রাবন্তী। তাকে নিয়ে হওয়া নানান সমালোচনা নিয়েও মুখ খুলেছেন তিনি। এর পাশাপাশি জানিয়েছেন, কাবেরীর অন্তর্ধান
ছবির শুটিংয়ের অভিজ্ঞতা। পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কাজের প্রসঙ্গে তিনি জানিয়েছেন, “ছোটবেলায় ওঁর সঙ্গে কাজ করেছি, মানুষটা একই আছে। উনি নিজে একজন বড় মাপের অভিনেতা। আমার চরিত্র আমায় ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন, আমার কোন সমস্যা নেই।“ এছাড়াও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে অভিনয়ের বিষয়ে বলেন, “২৫ বছর আগে আমি বুম্বাদার মেয়ের চরিত্রে অভিনয় করেছিলাম। আবার এতদিন পরেই ওনার সাথে কাজ করছি, এটা আমার কাছে স্বপ্নের মতন”।
View this post on Instagram
এছাড়াও তাকে নিয়ে করা নানান ট্রোলের জবাব হিসেবে তিনি বলেন, “যারা সমালোচনা করে তাদের নিজের জীবন নিয়ে ভাবা উচিত। আজকাল মানুষ জাজমেন্টাল হয়ে গিয়েছে। ট্রোল নিয়ে আমি ভাবি না পাত্তাও দিই না”।