Parineeti Chopra: বিয়ে না করেই সন্তানের মা হতে চাইছেন পরিণীতি চোপড়া!

বলিপাড়ার এক অন্যতম সফল অভিনেত্রী ‘পরিণীতি চোপড়া’ (Parineeti chopra)। গত ১০ বছর ধরে একাই জীবন যাপন করছেন তিনি। কখনোই তার স্ট্যাটাসে আরেকজনের নাম যুক্ত হতে দেখা যায়নি। যেখানে একের পর এক বলিউড তারকারা বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে, সেখানে পরিনীতি চোপড়াকে নিয়ে তো মাঝেমধ্যেই কথা হয়ে থাকে। যদিও তার সহকর্মীদের বিয়েতে বেশ আনন্দিত পরিণীতি।
তবে নিজের বিয়ে নিয়ে সুক্ষ চিন্তাভাবনা করে রেখেছেন তিনি। যেমন অন্যদের মতন জাঁকজমকপূর্ণ বিবাহ তিনি করবেন না। সঠিক মানুষকে সঠিক প্রাধান্য দিয়ে বিয়ে করতে চান তিনি। যদিও বর্তমানে সিঙ্গেলই রয়েছেন। আবার অনুরাগী মহলের কাছে অনুরোধ জানিয়েছে, তার জন্য প্রেমিক খুঁজে দিতে!
শীঘ্রই পরিণীতি চোপড়াকে দেখা যাবে ‘চামকিলা’ সিনেমায়। ‘ইমতিয়াজ আলী’ পরিচালিত এই সিনেমাটি তার বিপরীতে অভিনয় করবে দিলজিৎ দুসাঞ্জ (Diljeet Dosanj)।পাঞ্জাবে শুরু হয়েছে ছবির শুটিং। এরই মধ্যেই মা হওয়ার ইচ্ছা প্রকাশ করলেন অভিনেত্রী।
View this post on Instagram
The coffee csuhaj ildikó életrajz announced it will be selling a “brewed refill tumbler” the owner free coffee or tea refills through the month of January.
সিঙ্গেল মাদার হবেন বলেই হয়তো এমন প্রস্তাব জানিয়েছেন তিনি। কিছুদিন আগেই দিদি প্রিয়াঙ্কার কন্যা মালতির সাথেও দেখা করেছেন তিনি। তবে মা হলেও নিজের ক্যারিয়ারকে একই রকম ভাবে ধরে রাখতে চান অভিনেত্রী।