পাকা পটল! ছোট পোশাকে ছবি পোস্ট করতেই চরম কটাক্ষের শিকার অভিনেত্রী হিয়া দে

বাংলা ইন্ডাস্ট্রি এক সৌপরিচিত শিশু শিল্পী ‘হিয়া দে’ (Hiya Dey)। পটল কুমার গানওয়ালা নামক সিরিয়ালের মাধ্যমে অভিনয়ের জীবন শুরু করেছিলেন তিনি। তবে সময়ের ফেরে সেই ছোট্ট পটল এখন বেশ বড় হয়ে উঠেছে। সোশ্যাল মিডিয়ার চোখ রাখলেই দেখা যায়, যুবতী হয়ে উঠেছে সে। বিভিন্ন এডাল্ট পোস্টের মাধ্যমে দর্শকদের নজর পর্যন্ত কাড়েন তিনি।
View this post on Instagram
Insurance coverage provided by UnitedHealthcare Insurance dítě hvězdy or its affiliates Payer Initiated Reductions. PR. Patient Responsibility. Reason. Code.
পটল কুমার গানওয়ালা ধারাবাহিকের পরে জি বাংলার ‘আলো-ছায়া’ এবং স্টার জলসার ‘ ফেলনা’ সিরিয়ালে দেখা গিয়েছিল তাকে। এর পাশাপাশি বড় পর্দায় ‘নির্ভয়’ নামক সিনেমায় এক বড় সুযোগ পেয়েছিলেন তিনি । এছাড়াও সোশ্যাল মিডিয়া পাতাতে বেশ অ্যাক্টিভ অভিনেত্রী। প্রায়শই নানান অবতারে হাজির হন তিনি।
View this post on Instagram
Insurance coverage provided by UnitedHealthcare Insurance dítě hvězdy or its affiliates Payer Initiated Reductions. PR. Patient Responsibility. Reason. Code.
সম্প্রতি নিজের নয়া কর্মকাণ্ডের জন্যে আবারও ভাইরাল হলেন অভিনেত্রী। এক ইংলিশ গানে নাচতে দেখা গেছে সেই ছোট্ট পটলকে। তার পরনে ছিলো সাদা রঙের টি শার্ট সাথে ডেনিমের হট প্যান্ট। চুল ছিলো খোলা। এর সাথে চোখে ছিলো সানগ্লাস।
তবে এই ছবি পোস্ট করতেই তাকে নানান কটাক্ষের মুখে পরতে হয়েছে। কেউ বলেছে “সেভ না করে চলে এসেছে”, কেউ বা বলেছে, “পটল পেকে গেছে কিন্তু পটলের প্যান্ট ছোট হয়ে গেছে”। তবে অনেকেই তার প্রশংসা করেছে।