রনিত রায় এক সময় ছিলেন আমির খানের বডিগার্ড! আজ বলিউডের সফল অভিনেতা

একসময় আমির খানের রক্ষার দায়িত্ব ছিল তার। আজ তিনি নিজেই একজন সুপ্রতিষ্ঠিত অভিনেতা। তিনি “আদালত” খ্যাত অভিনেতা রণিত রায়। আজ রনিত কে সকলে এক ডাকে চেনেন কে ডি পাঠক নামে। কিন্তু বলিউডের সফর কি এতটাই সহজ ছিল রণিতের! আমির খানের দেহরক্ষী থাকায় কি বাড়তি সুবিধা পেয়েছিলেন তিনি? সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন তার জার্নির কথা।
অভিনেতা জানালেন, বলিউডের পারফেকশনিস্ট এর বডিগার্ড হিসেবে কাজ করার সময় থেকেই তার শেখার শুরু হয়। টানা দুই বছর কাজ করার সুবাদে অভিনয়ের প্রতি অধ্যাবসায় ও আগ্রহ তৈরি হয় রনিতের। রনিতের ভীষণ ইচ্ছে ছিল তার ভক্তরা নাম ধরে চিৎকার করবেন,গাড়ি বাড়ি হবে। কিন্তু মুম্বাইতে প্রথম কয়েকটা বছরে সেই স্বপ্ন চুরমার হয়ে যায় তার। কোনো কাজ ছিল না হাতে ভিক্ষুকের মত ঘুরতেন তিনি।
পরে রনিত উপলব্ধি করেন,খ্যাতির চূড়ায় পৌঁছাতে গেলে স্বপ্ন দেখলে চলবে না পরিশ্রম করতে হবে। আমিরের সান্নিধ্যে এসে তিনি বুঝেছিলেন মাথার ঘাম পায়ে না পড়লে কখনো সফল হওয়া যায় না। অনেক অবজ্ঞা আর বঞ্চনা সহ্য করতে হয়েছে রনিত কে। কিন্তু হার মানেননি তিনি। জুনিয়র আর্টিস্ট রাও রনিতের তুলনায় বেটার এমন কথাও শুনতে হয়।
আমির খানের সর্বক্ষণের সঙ্গী রনিতের পথ প্রদর্শক আমির নিজেই। তাই গুরু হিসেবে আমিরকে মানেন রনিত। বর্তমানে রনিতের বার্ষিক আয় ২ কোটি টাকা। সততা আর নিষ্ঠা নিয়ে এগিয়ে যাচ্ছেন আদালতের কে ডি।