Dev-Subhashree: আবারো কাছাকাছি দেব-শুভশ্রী!

নতুন প্রজন্মের বাংলা চলচ্চিত্র জগতের জুটিগুলির মধ্যে অন্যতম হলো ‘দেব’ (Dev) এবং ‘শুভশ্রী’ (Shubhashree Ganguly) । ২০০৯ সালে মুক্তি পায় চ্যালেঞ্জ, তারপর থেকে তাঁদের কাউকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। হাতে এসেছে একের পর এক সিনেমা। শুধু তাই নয়, চুটিয়ে অভিনয় করেছেন তাঁরা। তাঁদের অভিনয় দক্ষতা নিয়ে নতুন করে বলার কিছু নেই।
তবে সম্প্রতি আর সেই ভাবে একসাথে সিনেমা করতে দেখা যায় না তাঁদের। যদিও তা নিয়ে বিস্তর জল্পনা হয়েছে ইন্ডাস্ট্রিতে। কিন্তু দুজনের মধ্যে কেউই তাতে কান দেয়নি বরং নিজেদের কেরিয়ার নিয়ে ভাবতে ব্যস্ত তাঁরা। তবে অবশেষে সুখবর এলো! ২০১৬ সালে এই জুটি অভিনয় করেছিল ‘ধূমকেতু’। কিন্তু তা এতদিন অপ্রকাশিত ছিলো বিভিন্ন কারণে।
তবে আর বেশি দিন নয়, এবার খুব তাড়াতাড়ি মুক্তি পেতে চলেছে ধূমকেতু। গতকাল রাতেই এই খবর নিজের ফেসবুক শেয়ার করেছেন প্রযোজক রানা সরকার। কৌশিক গাঙ্গুলির পরিচালনায় এই দুই তারকা একসাথে আবারও ফিরতে চলেছেন বড়ো পর্দায়। শুধু তাই নয়, সেই সাথে দেবের চরিত্রেও রয়েছে চমক।
৭০ বছরের বৃদ্ধের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে অভিনেতাকে। অভিনেতা আরও জানিয়েছেন ছবির মুক্তির জন্য যে কোনো সাহায্য করতে তিনি প্রস্তুত। অন্যদিকে রানা সরকার আরও জানিয়েছেন, আগামী সপ্তাহের শেষেই সমস্ত আইনি জটিলতা কেটে যাবে। এখন শুধু অপেক্ষা ছবি মুক্তির।