Nusrat Jahan: লাল পরীর সাজে সোফায় গা এলিয়ে দিলেন অভিনেত্রী নুসরত, ভাইরাল ছবি

টলিউড অভিনেত্রীদের মধ্যে অন্যতম ‘নুসরাত জাহান’ (Nusrat Jahan)। তাঁর অভিনয়ে কুপোকাত সকলেই। বিশেষ করে এই প্রজন্মের পুরুষেরা। তবে শুধু অভিনয় বললে ভুল হবে, অভিনয়ের পাশাপাশি তাঁর রূপের আগুনেও অনেকে পাগল! অভিনয়ের সাথে সাথে রাজনীতিও সামলান সমহিমায়। সেই সাথে সংসার সন্তান তো আছেই।
যদিও এইসবের পাশাপাশি আরও একটি সখ আছে অভিনেত্রীর। আর তা হলো ছবি তোলা। তাঁকে মাঝে মধ্যেই দেখা যায় বিভিন্ন পোশাকে ফটো তুলতে। সেই ছবির প্রকাশ ঘটে নেট মাধ্যমে। যা দেখে বারবার মুগ্ধ হন সকলে।
এবারেও তার অন্যথা হয়নি। সম্প্রতি তাঁর ‘ইনস্টাগ্রাম’ (Instagram) হ্যান্ডেলে কিছু ছবি প্রকাশ পেয়েছে। লাল ডিপ নেকের গাউনে দেখে মনে হচ্ছে কোনো পুতুল। সোফা সেটের মধ্যে কখনও বসে আবার কখনও শুয়ে নানান ভঙ্গিমায় ছবি দিয়েছেন তিনি। তা দেখে আবারও ফিদা সকলেই। পোস্টে তিনি লিখেছেন, “ভোগ-এর থেকেও আমার কাছে বেশি ইস্যু রয়েছে”।
View this post on Instagram
অর্থাৎ তিনি কোনো সংস্থার হয়ে বিজ্ঞাপনী প্রচারে ব্যস্ত সেটা বোঝায় যাচ্ছে। ছবিতে দেখা যাচ্ছে, সোফার ওপরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে জামা কাপড়। তবে নিজের সৌন্দর্য্যকে ধরে রাখতে যথেষ্ঠ কসরৎ করেন অভিনেত্রী। তার মধ্যে তো অবশ্যয় রয়েছে ব্যায়াম, ডায়েট। তাঁর সকাল শুরু হয় বিভিন্ন রকমের ব্যায়াম দিয়ে। কারণ এই সৌন্দর্য ধরে রাখার জন্য যে সাধনা করতে হবে সেটা ভালো ভাবেই জানেন অভিনেত্রী নিজে।