‘আমার জন্য কোনও মিউজিক ডিরেক্টরের কাছে সুপারিশ করেননি’! আরিজিত সিংহকে নিয়ে যা বললেন বোন অমৃতা

বর্তমানে হিন্দি ও বাংলা গানের জগতে এক উজ্জ্বল নক্ষত্র হলো ‘অরিজিৎ সিং’ (Arijit sing)। গোটা বিশ্ববাসী তার গানে মুগ্ধ। তবে তার বোন অমৃতাও একজন দক্ষ গায়িকা। দাদার মতো তার কন্ঠেও যেন স্বয়ং সরস্বতীর বাস! তবে দাদার থেকে কি বিশেষ সুযোগ সুবিধা তিনি পেয়েছেন বা দাদা তাকে গানের জগতে কি কি সুযোগ-সুবিধা পাইয়ে দিয়েছেন; এবার সেই নিয়ে মুখ খুললেন অমৃতা।
মুম্বাইতে জন্ম হলেও বিয়ের পর কলকাতায় থাকেন তিনি। দাদার মতো গানের রিয়েলিটি শো থেকেই তার আগমন, তবে ইন্ডিয়ান আইডলের মঞ্চে বিচারকদের সামনাসামনি আসতে পারেনি , তার আগেই বাদ পরে গেছিলো অমৃতা। তারপর থেকেই গানই তার ধ্যান-ঞ্জান হয়ে ওঠে। চরম অধ্যাবস্যার পরে বর্তমানে টলিউড ইন্ডাস্ট্রিতে নিজেই নিজের জায়গা করে নিয়েছেন অমৃতা। এমনকি দাদার সম্পর্কে জানিয়েছেন, “আমি ওর থেকে কোন রকম সাহায্য নিয়েনি। মিউজিক ডিরেক্টারদের কাছে কাজ পাইয়ে দেওয়ার জন্যও বলিনি। এমনকি ভবিষ্যতেও নেবো না। তবে ওর সাথে আমার অনেক কথা হয় গান নিয়ে এবং অনেকে কিছু শিখতে পারি”।
নিজে দক্ষতায় একাধিক সিনেমায় গান গেয়েছে অমৃতা। অরিন্দমের হাত ধরে টলিউড গানের জগতে পদার্পণ করেছিলেন তিনি। এরপর ‘বিসমিল্লাহ’ ছবি থেকে শুরু করে ‘জেনারেশন আমি’ সবেতেই গান গেয়েছেন তিনি। কৌশিকি চক্রবর্তীর কাছ থেকে গানের তালিম নিতেন, তাই তার গানের এত মহিমা।
এছাড়া দাদার কাছেও বেশ প্রিয় বোন অমৃতা। বোনকে সোনামণি বলে ডাকেন অরিজিৎ। ছোট থেকে দাদার কাছেও গানও শিখতো সে, এমনকি গানে ভুল হলে দাদার কাছে একাধিকবার মারও খেয়েছেন অমৃতা।