মিঠাই সিরিয়াল থেকে বাদ পড়ে নতুন পেশা বেছে নিল নিপা!

জি বাংলার অতি জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’। কয়েক বছর ধরে মিঠাইয়ের গল্প দর্শকদের নজরে যেন এক আলাদাই জায়গা করে নিয়েছে। টিআরপির ওঠানামা তো চলতেই থাকে কিন্তু মিঠাইয়ের মৃত্যুর পর মিঠির আগমন, গল্পের মোর যেন একেবারেই ঘুরিয়ে দিয়েছে। হল্লা পার্টির তালিকায় নিপা, শ্রীতমা, রাজীবদা, এদের সকলের অভিনয়ে দর্শকদের বিশেষ নজরকাড়ে। তবে এখন অবশ্য সিরিয়ালের পর্দায় সিদ্ধার্থের পিসি, তার বাবা, দ্বিতীয় স্ত্রী কাউকেই দেখা যাচ্ছে না। এমনকি পুলিশ অফিসার রুদ্রকেও দেখতে পাচ্ছেনা দর্শকেরা।
জানা গেছে রুদ্র ওরফে ‘ফাহিম মির্জা’ বর্তমানে আকাশ আটের সাহিত্যের সেরা সময় ধারাবাহিকে কাজ করছে। সেই কারণেই এই সিরিয়াল থেকে কিছুটা দূরে সরে গেছেন তিনি। শোনা যাচ্ছে এবার সেই পথে হাঁটতে চলেছেন তার স্ত্রী নিপা ওরফে ‘ঐন্দ্রিলা সাহা’ (Aindrilla Saha)। মিঠাই সিরিয়ালের ছোট মেয়ে ‘নিপা মোদক’, এবার সিরিয়ালের চরিত্র থেকে বাদ পড়তে চলেছে।
তবে জানা গেছে, নিপা মোটেই সিরিয়াল থেকে সরে যাবে না, আগের মতনই অভিনয় করবে। তবে এর পাশাপাশি নিজের একটি ইউটিউব চ্যানেলও চালানোর পরিকল্পনা করেছেন তিনি। এই কাজটি করার জন্য তাকে উৎসাহ যুগিয়েছে মিঠাই সিরিয়ালের বড় জা তোর্সা অর্থাৎ তন্বী।
বর্তমানে অবশ্য টিভি তারকাদের অনেকেরই নিজেদের ইউটিউব চ্যানেল রয়েছে। তাই এই পথে পা রাখলেন অভিনেত্রী ‘ঐন্দ্রিলা সাহা’। ইতিমধ্যেই নতুন ব্লগ নিয়ে এসেছেন দর্শকদের জন্য। সেখানে দেখা গেছে তোর্সাকেও। দুপুরে খাবার খাওয়ার সময় নানান মজা তারা ভাগ করে নিয়েছে সকলের সাথে ওই ভিডিওতে।